ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরুর ট্রাকে চাঁদাবাজি হলে জিরো টলারেন্স ॥ আইজিপি

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

গরুর ট্রাকে চাঁদাবাজি হলে জিরো  টলারেন্স ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ আবারও গরুর ট্রাকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইজিপি। গরুর ট্রাকে চাঁদাবাজি হলে জিরো টলারেন্স দেখাতে প্রত্যেক জেলার এসপিকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। শুক্রবার বিকেলে রাজধানীর গাবতলী বাসটার্মিনাল ও গাবতলী পশুরহাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন-মহাসড়কে গরুর ট্রাকে চাঁদাবাজির কোন অভিযোগ পাইনি। প্রত্যেক জেলার এসপিকে পরিষ্কার নির্দেশনা দেয়া আছে কোথাও কোন চাঁদাবাজি হলে জিরো টলারেন্স দেখাতে। কে কোন ব্যক্তি তা জানার দরকার নাই। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজির বিষয়ে পত্রিকা, টিভিতে বিজ্ঞাপন দেয়া হয়েছে। এ নিয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে বা মিডিয়ায় রিপোর্ট হয়ে থাকে বা অভিযোগের সত্যতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যাত্রীরা যাতে নির্বিঘেœ বা নিরাপদে বাড়ি যেতে পারে সেজন্য আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে। এ কারণে কোথাও কোন ছিনতাই নেই। সেই সঙ্গে অজ্ঞান ও মলমপার্টির ঘটনা নেই বললেই চলে। গাবতলী পশুরহাটে সিসি টিভি ও জাল টাকা প্রতিরোধে মেশিন বসানো হয়েছে। কোন ব্যাপারি বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে অন্য জায়গা নিতে মানি স্কটের ব্যবস্থা আছে বলেও জানান তিনি। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশকে নির্দেশনার বিষয়ে তিনি বলেন, চন্দ্রায় কিছুটা যানজট হচ্ছে। তবে গাড়ি থেমে নেই, ধীরে চলছে। হাইওয়ে পুলিশকে গাড়ির শৃঙ্খলায় নির্দেশনা দেয়া আছে। চাঁদাবাজি বা সন্ত্রাস করতে দেয়া হবে নাÑ ডিআইজি ॥ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে কোথাও কোন দুষ্কৃতকারীকে চাঁদাবাজি বা সন্ত্রাস করতে দেয়া হবে না। তিনি জানান, পুলিশ বিভিন্ন স্তরে ভাগ হয়ে মহাসড়কে বিভিন্ন দায়িত্ব পালন করছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মহাসড়কে যাত্রাপথে বিঘœ সৃষ্টি হলেও সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ওয়াচ টাওয়ার উদ্বোধন শেষে মতবিনিময়কালে সাংবাদিকদের একথা বলেন। এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, ফোরকান শিকদার, আব্দুর রশীদ, নারায়ণগঞ্জ মডেল থানার ওসি আসাদ্জ্জুামান, ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন, সোনারগাঁও থানার ওসি এসএম শাহ মঞ্জুর কাদের, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্লাহ, আড়াইহাজার থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেন, বন্দর থানার ওসি আবুল কালাম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশাররফ ওমর প্রমুখ।
×