ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-মাওয়া মহাসড়কে তীব্র যানজট ॥ ৫ কিমি লাইন পাটুরিয়ায়

প্রকাশিত: ০৪:৩১, ১০ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা-মাওয়া মহাসড়কে তীব্র যানজট ॥ ৫ কিমি লাইন পাটুরিয়ায়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে শুক্রবার ভোর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিমুলিয়াঘাটে ঈদে ঘরমুখো যাত্রীর উপচেপড়া ভিড়। শিমুলিয়া প্রান্তে আটকা পড়েছে পাঁচ শতাধিক যান। ফাঁকা নেই লঞ্চ ও স্পীডবোট ঘাটও। সেখানেও উপচেপড়া ভিড় ছিল। যাত্রীরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছার জন্য বাসে ঘাটে এসে লঞ্চ বা স্পীডবোটে পদ্মা পাড়ি দিচ্ছে। এসব তথ্য দিয়ে মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোশারফ হোসেন জানিয়েছেন, শিমুলিয়া প্রান্তে প্রায় ৪শ’ ছোট গাড়ি, ৭০টি বাস ও কিছু ট্রাক পারাপারের অপেক্ষায়। ভোর থেকেই ঘাটে প্রচ- চাপ পড়েছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহ খালেদ নেওয়াজ জানিয়েছেন, ড্রেজিংয়ের কারণে চ্যানেলের গভীরতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার চ্যানেলটি খুলে দেয়া হয়েছে। এতে এক সঙ্গে ফেরি আসা-যাওয়া করতে পারছে। এতদিন একটি ফেরি প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা অন্য ফেরিকে চ্যানেলের মুখে অপেক্ষা করতে হতো এখন এ সমস্যা নেই। তাই ফেরিগুলো বেশি ট্রিপ দিতে পারছে। তিনি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে ৫টা রো রো ফেরি, ৭টা ডাম্প ফেরি, ১টা মিডিয়াম ফেরি, ১টা ছোট ফেরি ও ৪টা কে টাইপ রয়েছে। এদিকে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই যাত্রীর উপচেপড়া ভিড়। সীবোট ঘাটে লাইন দিয়ে টিকেট কেটে দাঁড়িয়ে থেকে সীবোটে উঠতে হয়েছে যাত্রীদের। এ সুযোগে দেড় শ’ টাকার সীবোট ভাড়া আদায় করা হয়েছে দুই শ’ টাকা। গত ৩১ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সীবোট ভাড়া ৩০ টাকা বৃদ্ধি করে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তাও আবার ঈদের আগের দিন হতে ঈদের পরের দিন পর্যন্ত। কিন্তু এখানে সভার সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সীবোট ভাড়া আদায় করা হচ্ছে দুই শ’ টাকা। ঢাকা-মাওয়া মহাসড়কে বাসে ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ, সীবোটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে। পটুয়াখালীর যাত্রী মোঃ আসাদুজ্জামান জানান, জুলুম করে যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। পরিবারের সকলের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছি। তাই দ্রুত পৌঁছাটাই এখন বড় বিষয়। ভাড়া বেশি নিলেও এখানে দেখার কেউ নেই। এ ব্যাপারে ঘাট ইজারাদার আশরাফ হোসেনের সঙ্গে কয়েক দফা চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এ রুটে চলাচলরত প্রায় প্রতিটি বাসেই ৭০ টাকার ভাড়া আদায় করা হয়েছে এক শ’ থেকে এক শ’ ২০ টাকা। এছাড়া ঢাকা-লৌহজং রুটের গাংচিল পরিবহনেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় হলদিয়া ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি বাবু খান। তিনি জানান, ঢাকা থেকে হলদিয়ার ভাড়া ৬০ টাকা হলেও এখন নেয়া হচ্ছে এক শ’ টাকা। ৩ নং রো রো ফেরিঘাটে জট ॥ ভিআইপিদের গাড়ি পারাপারের প্রতিযোগিতায় পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের মধ্যে কিছুটা সমন্বয়হীনতার কারণে ৩ নং রো রো ফেরিঘাটে অনেকটা হযবরল অবস্থার সৃষ্টি হয়। এতে এ ঘাটে যানজটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে পার হতে হয়েছে। ফলে এখানে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীসাধারণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানজট ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা, যানবাহনের অতিরিক্ত চাপ ও মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল হওয়ার কারণে গত বুধবার ভোর থেকে শুক্রবার পর্যন্ত দীর্ঘ সময় ধরে মহাসড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন ॥ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, দৌলতদিয়ায় ভাঙ্গন ও তীব্র স্রোতের কারণে বার বার বিকল হওয়া, স্রোতের কারণে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়া এবং অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে ঈদে ঘরমুখো হাজার হাজার নারী-পুরুষ- শিশু। শুক্রবার বিকেলে পাটুরিয়ায় যানবাহনের লাইন পাঁচ কিলোমিটার দীর্ঘ হয়ে পড়ে। কাওড়াকান্দি ঘাটে ৪ কিমি যানজট ॥ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শুক্রবার সকাল কাওড়াকান্দি ঘাটে তীব্র যানজট ও অব্যবস্থাপনার কারণে ঘাটে নেমেই অসহনীয় ভোগান্তি আর চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।
×