ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনা-বোল্ট মানের পোগবা!

প্রকাশিত: ০৪:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৬

ম্যারাডোনা-বোল্ট মানের পোগবা!

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে প্রশংসার স্রোতে ভাসছেন পল পোগবা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরাসী তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন জুভেন্টাসের কোচ জার্গেন ক্লপ। তিনি পোগবার মাঝে খুঁজে পেয়েছেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ও স্প্রিন্টের রাজা উসাইন বোল্টের ছায়া। ক্লপ আসলে কথা বলছিলেন ব্রাজিলে শেষ হওয়া রিও অলিম্পিক নিয়ে। সেখানে বোল্টের শ্রেষ্ঠত্ব ধরে রাখা প্রসঙ্গে বলেন। এই প্রসঙ্গেই আসে পোগবার কথা। ক্লপ বলেন, পোগবাকে সবাই দেখেছেন। ও ইউরোতে ছিল, গ্রীষ্ম জুড়ে ঘুরেছে, সেলফি তুলেছে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে এসেই কী করল, সামান্য অনুশীলন শেষেই সাউদাম্পটনের সঙ্গে পুরো ৯০ মিনিট খেলল। আপনি ভাবতে বাধ্য, কীভাবে সম্ভব। জুভেন্টাস কোচ আরও বলেন, এমন সম্ভব। যা ম্যারাডোনাও করে দেখিয়েছেন। এরা সম্পূর্ণ অন্য রকম। ম্যারাডোনা ভিন্ন ছিল। সে আসলে সেভাবে অনুশীলনই করত না। জুতার ফিতে ঠিকমতো না বেঁধেও অনুশীলন করত। ২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড পোগবাকে ছেড়ে দেয়ার পর যেন নিজেকে নতুন রূপে ফিরে পান ফরাসী মিডফিল্ডার। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলে এই তারকা ফুটবলার এরই মধ্যে ইউরোপ সেরা মিডফিল্ডারের পুরস্কারটিও জিতেছেন। তাকে দলে ভেড়াতে বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ এবং বেয়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোও আগ্রহ দেখায়। কিন্তু শেষ পর্যন্ত সাবেক ক্লাব ম্যানইউতেই এসেছেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে এসে ২৩ বছর বয়সী পোগবা বলেন, আমি কিংবদন্তি হতে চাই, পেলে অথবা ম্যারাডোনার মতো। এমনকি তাদের চেয়েও বেশি। বলছি না আমিই সবচেয়ে সেরা। সেরা হওয়াই আমার চাওয়া। সামার ওপেন ব্যাডমিন্টন পেছাল স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে গেল সামার ওপেন (র‌্যাঙ্কিং) ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এক ই-বার্তায় জানিয়েছে ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ উনেডার স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনিবার্য কারণবশত আগামী ১ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর থেকে শুরু হবে। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী শাটলারদের আগামী ১০ অক্টোবরের মধ্যে ব্যাডমিন্টন ফেডারেশনের অফিস থেকে এন্ট্রি ও রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে তা পূরণে জমা দিতে হবে বা ননভ.ফযধশধ@মসধরষ.পড়স ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
×