ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসির জায়গা নেবে নেইমার ॥ রোনাল্ডিনহো

প্রকাশিত: ০৪:২৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

মেসির জায়গা নেবে নেইমার ॥ রোনাল্ডিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচবার বিশ্বের সেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তিনি এখন পর্যন্ত যে বিশ্বসেরা সেটা নিশ্চিতভাবেই বলা যায়। অনেক মহাতারকাও একবাক্যে স্বীকার করেন মেসি সর্বকালের সেরা ফুটবলার। এমনকি ব্রাজিলের সাবেক হয়ে যাওয়া এ্যাটাকিং মিডফিল্ডার রোনাল্ডিনহোও তেমনটাই বললেন। তবে সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না মেসির। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফর্মটাও যেন আগের মতো দুর্দান্ত নেই। কিন্তু মেসির স্থানটা কেউ কি দখল নিতে পারবে? রোনাল্ডিনহোর দাবি ব্রাজিলিয়ান তারকা নেইমারই সেই ফুটবলার যার পক্ষে সম্ভব মেসির পর্যায় পর্যন্ত যাওয়া। কিন্তু আরও অনেক ফুটবলারের মতোই নেইমারের দুর্ভাগ্য যে মেসির সময়ে তার ক্যারিয়ার শুরু হয়েছে। এমনটাই মনে করেন রোনাল্ডিনহো। মেসি পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার হয়ে খেলেন। দলটির হয়ে প্রতি মৌসুমেই গোলের ফুলঝুরি ছুটিয়েছেন তিনি। আর সে কারণে বিশ্বসেরা হয়েছে পাঁচবার। ফিফা বর্ষসেরা হিসেবে জিতেছেন মর্যাদার ব্যালন ডি’অর। অনেকে অবশ্য বিতর্কের খাতিরে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সেরা বলেন। কারণ, জাতীয় দলের জার্সি গায়ে মেসির বড় কোন আসর জেতানোর সাফল্য ধরা দেয়নি। শুধু ২০০৮ সালে অলিম্পিক সোনা জিতিয়েছেন আর্জেন্টিনাকে। এ কারণেই অনেকে পিছিয়ে রাখেন তাকে। সেদিক থেকে এবার পর্তুগীজ তারকা সি আর সেভেন এগিয়ে গেছেন এবার পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করে। ২০০৫ সালে রোনাল্ডিনহো দুর্দান্ত ফর্মে ছিলেন। সে সময় তাকেই বিশ্বসেরা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সে সময় এ ব্রাজিলিয়ান তারকা নিজেই মনে করতেন তিনি বিশ্বসেরা নয়। কারণ, ন্যুক্যাম্পেই তিনি ওই সময় সেরা হতে পারেননি। রিয়াল তারকা ফ্রান্সের জিনেদিন জিদান সে সময় দুর্দান্ত খেলছিলেন। তবে এরপর মেসি সবাইকে ছাড়িয়ে যান। নিশ্চিতভাবেই তিনি সর্বকালের সেরা ফুটবলার হয়ে গেছেন। গত বছর বর্ষসেরা হয়েছিলেন ক্রিশ্চিয়ানো। তবে আবারও সেটা ফিরে পেয়েছেন মেসি। মাঝে একবার নিজের শ্রেষ্ঠত্ব হারিয়ে ছিলেন তিনি। এর আগে টানা চারবার বর্ষসেরা হয়েছিলেন মেসি। এ সবই নিশ্চিত করে মেসি ধরাছোঁয়ার বাইরে। তাহলে কি মেসির পর্যায়ে কেউ উঠতে পারবে না? রোনাল্ডিনহো অবশ্য ভাবছেন মেসির লেভেলে পৌঁছানোর ক্ষমতা আরেকজনের অবশ্যই আছে। আর সেই ফুটবলার হচ্ছেন নেইমার। ৩৬ বছর বয়সী রোনাল্ডিনহো এমনটাই মনে করছেন। তিনি বলেন, ‘প্রতি যুগেই একজন করে সেরা খেলোয়াড় ছিলেন এবং এমনটাই থাকবে। নিজেদের সময়ে সেই খেলোয়াড়রা অবশ্যই সেরা। আর এখন বর্তমান সময়ের সেরা লিও।’ এবার নেইমার ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতিয়েছেন। দেশটির ফুটবল ইতিহাসে এখন আর কোন বড় মাপের আন্তর্জাতিক আসরের ট্রফি খরা নেই। সে কারণে দারুণ এক অর্জন যোগ হয়েছে নেইমারের। ২৪ বছর বয়সী এ ব্রাজিলিয়ান তারকা এখন মেসির সতীর্থ হিসেবে বার্সাতেই খেলছেন। ক্লাব পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে সমানতালে দুরন্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন এ তরুণ। সে কারণে মেসি পরবর্তী সময়ের অন্যতম সেরা হিসেবে নেইমারকেই দেখছেন সবাই। এ বিষয়ে রোনাল্ডিনহো বলেন, ‘আমি মনে করি সে লিওর পর্যায়ে পৌঁছবে। সময়ে সে অবশ্যই বিশ্বসেরা হবে। সে এখনও যথেষ্ট তরুণ এবং অনেক কিছুই জিতছেন। অনেকের মতোই তারও দুর্ভাগ্য যে সে মেসির যুগে খেলছে।’
×