ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিসির ভাবনায় ওয়ানডে লীগ

প্রকাশিত: ০৪:২৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

আইসিসির ভাবনায় ওয়ানডে  লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিরোধিতায় বহুল আলোচিত দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের পরিকল্পনা থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। তবে ওয়ানডেতে বড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। দ্বিপক্ষীয় সিরিজগুলোকে আরও প্রাসঙ্গিক করতে একটি নতুন লীগ চালুর চিন্তাভাবনা করছে আইসিসি। অক্টোবরে পরবর্তী সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। মূলত ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে লীগের এই পরিকল্পনা, যেখানে তিন বছরের মধ্যে স্বীকৃত ১৩ ওয়ানডে দলের প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে অন্তত একটি করে সিরিজ খেলবে। যেটি লীগের অন্তর্ভুক্ত থাকবে এবং পয়েন্টের ভিত্তিতে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্বাচন করা হবে। যারা অংশগ্রহণ করতে পারবে না, তারা পরের এক বছর প্লে অফে খেলবে। এমন কাঠামো হতে পারে টি২০তেও। প্রতি সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি২০’র প্রস্তাব করা হতে পারে। ওয়ানডেতে নতুন এই কাঠামো চালু হলে বাংলাদেশ বেশ লাভবান হবে। নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হবে। এ বছরই যেমন টাইগাররা প্রায় ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, লীগ পদ্ধতিতে এমনটা হবে না। দ্বিস্তর থেকে সরে এলেও টেস্টে সেরা দল নির্বাচনের জন্য একটি চ্যাম্পিয়নশিপ আয়োজনের চিন্তাভাবনা করছে আইসিসি। এই প্রক্রিয়ায় প্রতি দুই বছর পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি দল নিরপেক্ষ ভেন্যুতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে।
×