ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০তে ফিরলেন উমর আকমল

প্রকাশিত: ০৪:২৪, ১০ সেপ্টেম্বর ২০১৬

টি২০তে ফিরলেন  উমর আকমল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিভা নিয়ে সন্দেহ নেই। উমর আকমল পাকিস্তানের আধুনিক সময়ের অন্যতমসেরা হার্ডহিটার ব্যাটসম্যান। তবু শৃঙ্খলাজনিত কারণে বার বার জাতীয় দল থেকে ছিটকে গেছেন। আবার লাইফলাইন পেলেন আকমল ভাইদের ছোট জন। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের টি২০ দলে ডাক পেয়েছেন পাঞ্জাবে জন্ম নেয়া ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। ভারতে অনুষ্ঠেয় গত টি২০ বিশ্বকাপের পর বাদ পড়েছিলেন। এরপর শৃঙ্খলাজনিত কারণে সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরের দলে ছিলেন না। বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দেয়া শহীদ আফ্রিদিও দল থেকে বাদ পড়েন। এ নিয়ে অনেক আলোচনা হয়। তবে নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলেছিলেন, উমর আকমলের দরজা বন্ধ হয়ে যায়নি। প্রত্যাবর্তনে সেটি সত্যি হলো। পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি২০ কাপে দারুণ পারফর্মেন্স করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। যেখানে শেষ তিন ম্যাচে উমর আকমলের রান ৮১, ১১৫* ও ৭৫। ২০০৯ থেকে পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১১১ ওয়ানডে ও ৭৯ টি২০ ম্যাচ খেলেছেন। পাকিস্তান সেপ্টেম্বরের ২৩ থেকে ২৭ তারিখ আমিরাতে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ টি২০ খেলবে। অধিনায়ক সরফরাজ আহমেদ। ইংল্যান্ডে একমাত্র টি২০তে জয় দিয়ে যার নেতৃত্বের শুরু। পাকিস্তান টি২০ দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, উমর আকমল, সোহেল তানভির, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ নওয়াজ, বাবর আজম, ইমাদ ওয়াসিম, হাসান আলি, সাদ নাসিম ও রুম্মন রইস।
×