ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টার ডার্বি আজ

প্রকাশিত: ০৪:২৪, ১০ সেপ্টেম্বর ২০১৬

ম্যানচেস্টার ডার্বি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার শহরের দুই প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি ও ম্যানইউ। বর্তমানে ইংলিশ ফুটবলের দুই গুরুত্বপূর্ণ নাম। গত কয়েক বছর আগেও ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির লড়াই হয়ে যেত নীরবে। কিন্তু বদলে গেছে সময়। ইংলিশ ফুটবলে তো বটেই বিশ্বফুটবলেই এখন আলাদা করে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ডার্বি। রোমাঞ্চকর এই লড়াই শুরুর আগে থেকেই সরগরম হয়ে পড়ে ফুটবল দুনিয়া। তবে এবার যেন সেই রোমাঞ্চে বাড়তি উত্তাপ। একে তো মৌসুমের প্রথম ডার্বি। তার ওপর সাময়িক বিরতির পর বিশ্ব ফুটবলের সেরা দুই কোচ জোশে মরিনহো আর পেপ গার্ডিওলার সাক্ষাত। মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের চোখ থাকে ডাগআউটেও। আজ ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম ম্যানচেস্টার ডার্বিতেও নিশ্চয়ই তার ব্যতিক্রম ঘটবে না। ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫-৩০ মিনিটে শুরু হবে দুই দলের লড়াই। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানইউ। কিন্তু স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই আর খোঁজে পাওয়া যায়নি তাদের। গত বছরও লীগ টেবিলের পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। তাই ক্লাবকে সাফল্যের ধারায় ফিরিয়ে আনতে মরিনহোকে নিয়োগ দেয় ম্যানইউ। এদিকে গত মৌসুমে লীগ শিরোপা হারিয়ে যেন দিশেহারা হয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। শিরোপা পুনরুদ্ধার করার লক্ষ্যেই বেয়ার্ন মিউনিখ থেকে পেপ গার্ডিওলাকে নিয়োগ দেয় ম্যানসিটি। ম্যানচেস্টার ডার্বি দিয়ে আজ ১৭তম লড়াইয়ে মুখোমুখি হবে মরিনহো-গার্ডিওলা। তাদের মতো এই ম্যাচ দিয়ে ডার্বিতে অভিষেক ঘটবে অনেক ফুটবলারেরও। কয়েকদিন আগেই ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ক্লদিও ব্রাভো। নতুন ক্লাবের হয়ে এখনও মাঠে নামেননি। সবকিছু ঠিক থাকলে আজই অভিষেক হয়ে যাবে তার। একে তো সিটি সমর্থকদের প্রিয় জো হার্টের জায়গা কেড়েছেন, তার ওপর অভিষেকেই ম্যানচেস্টার ডার্বি। এমনিতেই স্নায়ু চাপে ভোগার কথা। ব্রাভোর সেই চাপটা আরও বাড়িয়ে দিলেন জ¬ালাতান ইব্রাহিমোভিচ। এই মৌসুম শুরুর আগেই ইউনাইটেডে যোগ দেয়া সুইডিশ স্ট্রাইকার ইনস্টাগ্রামে একটি ভিডিও ছেড়েছেন, সেখানে খুব আয়োজন করে একটি অনুশীলনের পোশাক পাঠিয়েছেন ব্রাভোর জন্য। সঙ্গে বলেছেন, ‘ম্যানচেস্টারে স্বাগত। এই নাও কিছু অনুশীলনসামগ্রী। তোমার দরকার হবে এটি, শনিবার দেখা হবে।’ দুই দলের লড়াইটা বেশ জম্পেশ হবে এটাই যেন তার পরিষ্কার ইঙ্গিত। এই ম্যাচে এক ঝাঁক তারকা নিয়েই অভিযান শুরু করবেন মরিনহো। তবে নিষেধাজ্ঞার কারণে আজ দলের সেরা তারকা সার্জিও এ্যাগুয়েরোকে পাচ্ছেন না গার্ডিওলা। তারপরও সিটি এখন বেশ শক্তিশালী দলে পরিণত হয়েছে। ম্যানুয়েল পেলেগ্রিনির পরিবর্তিত হিসেবে ম্যানচেস্টার সিটির প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর কয়েকটি পরিবর্তন আনার মাধ্যমে দলের মানসিকতারই পরিবর্তন এনে দিয়েছেন পেপ গার্ডিওলা। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে সিটির ব্রাজিলিয়ান তারকা ফার্নানদিনহো বলেন, ‘সিটিতে যোগ দেয়ার পর দলীয় খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তনের চেষ্টায় মনোযোগ দেন তিনি। আমাদের মনোযোগ যাতে ম্যাচ জয়ের দিকেই থাকে সে চেষ্টাইতেই লিপ্ত ছিলেন তিনি। বিজয়ী হিসেবে আমাদের কিছু বিষয়ে পরিবর্তন আনতে হয়েছে। মাত্র দুই মাস হলো আমরা একত্রে কাজ করছি। প্রিমিয়ার লীগে সর্বশেষ তিন ম্যাচের সবটিতেই আমরা জয় লাভ করেছি। এটি খুবই গুরত্বপূর্ণ। কারণ, মৌসুম শেষে আমরা শিরোপা হাতে তুলে নিতে চাই। সুতরাং শুরুটা খুবই গুরত্বপূর্ন।’
×