ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার আট দল নিয়ে বিপিএল

প্রকাশিত: ০৪:২৪, ১০ সেপ্টেম্বর ২০১৬

এবার আট দল নিয়ে বিপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তিনটি আসর অনুষ্ঠিত হয়েছে। ২০১২ ও ২০১৩ সালে টানা দুই আসর অনুষ্ঠিত হলেও পরবর্তী বছর আর বিপিএল হয়নি ম্যাচ ফিক্সিং ও ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার কারণে। তবে গত বছর আবারও নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে বিপিএলের। পুরনোদের মধ্যে রাজশাহী ও খুলনার ফ্র্যাঞ্চাইজি বাদ পড়ে এবং নতুন করে যোগ হয় কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি। ৬ দল নিয়ে গত বছর তৃতীয় বিপিএল আসর হয়েছে। আসন্ন নবেম্বরেই চতুর্থ আসর শুরু হওয়ার কথা। সেখানে রাজশাহী ও খুলনা যোগ হচ্ছে। দল দুটির ফ্র্যাঞ্চাইজিও নিশ্চিত হয়ে গেছে। রাজশাহীর দল কিনছে রেনেসাঁ গ্রুপ এবং খুলনারটি কিনবে জেমকন গ্রুপ। এটা নিশ্চিত করেছেন বিপিএল গবর্নিং কাউন্সিল। ফলে আট দল নিয়ে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে। ২০১২ সালে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোন আসর হিসেবে যাত্রা শুরু করে বিপিএল টি২০। দারুণ জাঁকজমকপূর্ণ এবং আকর্ষণীয়ভাবেই শেষ হয় আসরটি। সেবার ৬ দল অংশ নেয়। সিলেট রয়্যালস, খুলনা রয়েল বেঙ্গলস, বরিশাল বার্নার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চিটাগাং কিংস ও দুরন্ত রাজশাহী। ২০১৩ সালের দ্বিতীয় আসরে আরেকটু কলেবর বৃদ্ধি পায়। যোগ হয় রংপুরের দল রংপুর রাইডার্স। কিন্তু সেই আসরে ফিক্সিং কা-ের জন্য তোলপাড় সৃষ্টি হয়, বেশ কয়েকজন ক্রিকেটার নিষিদ্ধ হন। গ্ল্যাডিয়েটর্সের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হন। সেই আশরাফুল আবারও ফিরছেন এবারের বিপিএলে। কারণ নিষেধাজ্ঞার মেয়াদ ফুরিয়ে গেছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) দিয়েই ক্রিকেটে ফিরবেন আবার তিনি। বিপিএলে প্রথমবার অংশ নিয়েই গতবার চ্যাম্পিয়ন হওয়া দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলে আশরাফুলকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অনুমোদন মিললে হয় তো এবার বিপিএলেও দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটে প্রথম উজ্জ্বলতম তারকা আশরাফুলকে। ২৬ আগস্টই নিষেধাজ্ঞা শেষ হয়েছে তার। ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক লাইভে এমন কথা জানান। দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও এমন আগ্রহের কথা জানিয়েছেন। এ বিষয়ে পাইলট ওই একই লাইভে বলেছেন, ‘আমরা অবশ্যই তাকে চাই। সুযোগ থাকলে তাকে দলে নেব। তাছাড়া কুমিল্লারই ছেলে আশরাফুল। কিন্তু সেটা এখনই হচ্ছে না। বিপিএলে এখনই তার খেলা হচ্ছে না। সবকিছু ঠিক হলে আমরা তাকে দলে নেয়ার বিষয়ে চেষ্টা করব।’ ২০১৪ সালে আর বিপিএল অনুষ্ঠিত হয়নি। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি চুক্তি ও অঙ্গিকার অনুসারে আর্থিক লেনদেন সম্পন্ন করেনি। এমনকি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও টালবাহানা করেছে। শেষ পর্যন্ত বিপিএল বন্ধ থাকে। কিন্তু গত বছর নতুন করে সব ফ্র্যাঞ্চাইজি ও নাম বদলে ৬ দল নিয়ে আবার মাঠে গড়ায় বিপিএল। বাদ পড়ে দুরন্ত রাজশাহী ও খুলনা রয়েল বেঙ্গলস। যোগ হয় ভিক্টোরিয়ান্স। শুধু রংপুর রাইডার্স নাম ও ফ্র্যাঞ্চাইজি টিকে রাখে। এবার সেই রাজশাহী ও খুলনা ফিরছে বিপিএলে। সেক্ষেত্রে বিপিএল ইতিহাসে সর্বাধিক ৮ দল নিয়ে এবারের আসর আয়োজিত হবে। এরই মধ্যে এই দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানাও নির্ধারিত হয়ে গেছে। বিপিএল গবর্নিং কাউন্সিলের সর্বশেষ সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন সদস্য শেখ সোহেল। তিনি বলেন, ‘আগামী বিপিএলে গতবারের চেয়ে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি বাড়ছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে রেনেসাঁ গ্রুপ। জেমকন গ্রুপ নিচ্ছে খুলনা ফ্র্যাঞ্চাইজি। এছাড়া সিলেটের জন্য নতুন মালিকানাও দেখছি আমরা।’ গত আসরের বকেয়া পরিশোধ না করার কারণে বিসিবি এরই মধ্যে সিলেট সুপার স্টারসের ফ্র্যাঞ্চাইজি থেকে আলিফ গ্রুপকে বাদ দিয়েছে। তবে শেষ পর্যন্ত সিলেট নতুন মালিকানা না পেলে ইংল্যান্ড সিরিজের পর আসন্ন আসরে বিপিএল গড়াবে ৭ দল নিয়ে।
×