ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষ্ণাদের ১ লাখ টাকা করে দেবে বিসিবি

প্রকাশিত: ০৪:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

কৃষ্ণাদের ১ লাখ টাকা করে দেবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অ-১৬ বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের প্রত্যেক সদস্যকে ১ লাখ করে মোট ২৯ লাখ টাকা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঈদের পরপরই জমকালো এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাদের হাতে এই অর্থ তুলে দেয়া হবে। কোন খেলায় হার না মেনেই সম্প্রতি এএফসি অনুর্ধ ১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় আসরের চূড়ান্ত পর্বে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চ্যাম্পিয়ন মেয়েদের বাফুফে অর্থ পুরস্কারে পুরস্কৃত না করলেও বিসিবি ঠিকই তা করছে। বাংলাদেশ অনুর্ধ ১৬ কিশোরী দলের সব ফুটবলার, কোচিং স্টাফের তিন সদস্য গোলাম রব্বানী ছোটন, মাহবুবুর রহমান লিটু, অনন্যা; দলনেতা মাহফুজা নজরুল, ম্যানেজার নাসরিন আক্তার ও ডাক্তার শাওলী পাচ্ছেন এই অর্থ পুরস্কার। প্রধানমন্ত্রীর হাত দিয়েই দেশের গর্বিত কিশোরীদের পুরস্কৃত করবে বিসিবি। আগামী ১৬ সেপ্টেম্বরের পরেই সংবর্ধনার দিনক্ষণ ঠিক করা হবে। উল্লেখ্য, এই দলকেই ঢাকায় বাফুফের বিশেষ সংবর্ধনা দেয়ার কথা রয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। অনুর্ধ ১৬ দল চ্যাম্পিয়ন হওয়ায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন বাংলাদেশ দলকে পাঁচ লাখ টাকা দেবে ঘোষণা দিয়েছে আগেই। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে ২০১০ ও ২০১৪ সালে সেমিফাইনাল খেলে, এছাড়া সাউথ এশিয়ান গেমসে ২০১০ সালে করায়ত্ত করে তাম্রপদক। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১২১ নম্বরে (১৭৭ দেশের মধ্যে), এশিয়ার মধ্যে ২৬ নম্বরে ও সাফ অঞ্চলে ৩ নম্বরে। তবে জাতীয় দলের চেয়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে বয়সভিত্তিক জাতীয় দলগুলো। গত নয় মাসের মধ্যে তিন আসরে তারা শিরোপা জিতে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বব্যাপী। গত বছরের ডিসেম্বরে নেপালে এবং এ বছরের মে তে তাজিকিস্তান থেকে ‘এফসি অনুর্ধ ১৪ বালিকা চ্যাম্পিয়নশিপ’-এর শিরোপা জিতে ফেরে বাংলাদেশ দল। শেষেরটি কথা বলা হয়েছে আগেই। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন জানান, ‘এবার যখন আমাদের মেয়েরা শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারাল, ওই ম্যাচের সময় ছিলাম যুক্তরাষ্ট্রে। সেখানে এই ম্যাচের রানিং কমেন্ট্রি শোনার জন্য প্রচ- ঠা-ার মধ্যে রাস্তার পাশে টেলিফোন বুথ থেকে বাংলাদেশে বাফুফের একজনকে ফোন করি। সে আমাকে পুরো ম্যাচের ধারাভাষ্য দেয় টিভি দেখে। অনেক টেনশনে ছিলাম ম্যাচটা নিয়ে। তখন আমার পকেটে ছিল আড়াই হাজার ডলার। পুরো ম্যাচ শুনতে গিয়ে দুই হাজার ডলারই খরচ হয়ে যায়।’ অথচ মেয়েরা যখন চ্যাম্পিয়ন হয়ে ঈদের ছুটিতে বাড়ি ফিরে যায় তখন বাফুফে তাদের হাতে ধরিযে দেয় মাত্র ৫ হাজার টাকা করে।
×