ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে পুত্রবধূর হাতে শ্বশুর খুন

প্রকাশিত: ০৪:১২, ১০ সেপ্টেম্বর ২০১৬

নাটোরে পুত্রবধূর  হাতে শ্বশুর খুন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ সেপ্টেস্বর ॥ গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুর আকবর মোল্লাকে (৫০) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ সেলিনা বেগম(২৫)। বৃহস্পতিবার রাত ৯দিকে উপজেলার বৃচাপিলা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই সেলিনা পলাতক। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দশ বছর আগে উপজেলার বৃচাপিলা পাঠানপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে মিজানুর রহমানের সাথে একই গ্রামের আফছার আলীর মেয়ে সেলিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে মতানৈক্য ঘটে। এ নিয়ে প্রায়ই তদের মধ্যে বিভিন্ন সময় কলহ লেগেছিল। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে পুনরায় বাকবিত-া শুরু হয়। এরই এক পর্যায়ে সেলিনা বেগম ধারালো বঁটি দিয়ে শ্বশুর আকবর মোল্লার কাঁধে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালথায় বৃদ্ধের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, সালথায় রাম ম-ল (৬৪) নামে এক বৃদ্ধের গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত চালের মিলের মধ্য আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ। রাম ম-ল উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামের মৃত শীতানাথ ম-লের ছেলে। জমি নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১০ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পৌরসভার উপকণ্ঠ মোল্লারচর গ্রামে সরকারী জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষের হামলা মহিলাসহ প্রায় ১০ জন আহত হওয়ায় খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। জানা যায়, মোল্লারচর গ্রামের গিয়াসউদ্দিন ও প্রতিপক্ষ আরিফের জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় উভয়পক্ষ একাধিক অভিযোগ করেছে বলে জানিয়েছে এলাকাবাসী। বিরোধীয় জমিতে শুক্রবার সকালে মোল্লারচর গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন ঘর নির্মাণের চেষ্টা করেন। এ খবর পাওযার পর প্রতিপক্ষ আরিফ মিঝি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের জমি দাবি করে বাধা প্রদান করে। এ সময় গিয়াসউদ্দিন বলেন, এটা খাসজমি এখানে আমি ঘর উঠাবই। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শিশু মুক্তি হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদাতা, নাটোর, ৯ সেপ্টেম্বর ॥ লালপুরে শিশু মুক্তি হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি সাহারুল ইসলামকে কোর্টে চালান দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে চালান দেয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার ভোরে তাকে রাজশাহীর বাঘা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ। সাহারুল ইসলাম লালপুরের রঘুনাথপুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। লালপুর থানার ওসি জানান, ২০০৭ সালে রঘুনাথপুর গ্রামের মোকরাম আলীর শিশুকন্যা মুক্তিকে তার প্রতিবেশী সাহারুল ইসলাম নিজ ঘরে ডেকে নিয়ে কানের দুল ছিনিয়ে নেয়ার পর তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মৃতদেহটি নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখে। খবর পেয়ে বিভিন্ন স্থানে খোঁজের এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে ঘরের মেঝেতে পুঁতে রাখা মৃতদেহটি উদ্ধার করে।
×