ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় যাত্রী হয়রানি

প্রকাশিত: ০৪:১০, ১০ সেপ্টেম্বর ২০১৬

ভালুকায় যাত্রী হয়রানি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৯ সেপ্টেম্বর ॥ ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে ভালুকায় পরিহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোন কোন সড়কে দ্বিগুণ, তিনগুণ ভাড়া নেয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। ভাড়া নিয়ে এই নৈরাজ্য ও অরাজকতা দেখার যেন কেউ নেই। ঈদে ঘরমুখোরা গাড়ির ড্রাইভার,পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। ভাড়া নিয়ে প্রায়ই যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে ঝগড়া থেকে হাতাহাতির ঘটনা ঘটছে। প্রায় ক্ষেত্রেই যাত্রীদের নাজেহাল হতে হচ্ছে। ভালুকার শিল্পাঞ্চল উপজেলার হবিরবাড়ি, মাস্টারবাড়ি ও ভরাডোবা এলাকার মিল করাখানার কয়েক লাখ শ্রমিক তাদের পরিবারের লোকজন নিয়ে বাড়িতে ঈদ করার জন্য দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ভালুকা থেকে বগুড়া, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, জামালপুর, শেরপুর, পিরোজপুর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় মিল শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছেন। ঢাকা থেকে যেসব যাত্রীবাহী বাস ছেড়ে আসছে সে সব বাসের সিট তো খালি নেই এমনকি দাঁড়িয়ে যাওয়ারও কোন স্থান নেই। ফলে বাসের ছাদে উঠে ঠাসাঠাসি করে নাড়ির টানে তাদের বাড়ি যেতে হচ্ছে। উত্তরাঞ্চলগামী যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ট্রাকের ওপর, পিকআপ-লড়িতে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।
×