ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রকাশিত: ০৪:১০, ১০ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর শুক্রবার থেকে শুরু হওয়া ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য এলাকা) সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগারসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ও ৩৩৪ প্রজাতির বৃক্ষরাজির বনজসম্পদ রক্ষা এবং বনজীবীসহ দেশী-বিদেশী ইকোট্যুরিস্টদের (প্রতিবেশ পর্যটক) নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বন অধিদফতর ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সুন্দরবন বিভাগ জানায়, ম্যানগ্রোভ এ বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের এ লম্বা ছুটিতে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জের সদর ও সাতক্ষীরা রেঞ্জের মন্সীগঞ্জসহ সুন্দরবন সন্নিহিত লোকালয়ের ট্যুরিস্ট স্পটগুলোতে দেশী-বিদেশী ইকোট্যুরিস্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণীসহ বনজসম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। সে কারণে এবার সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএসএআইডির অর্থায়ানে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তিনির্ভর পাহারা ‘স্মার্ট প্যাট্রোলিং’ চলমান থাকবে।
×