ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মসমর্পণ করা ১৪ দস্যু কারাগারে

প্রকাশিত: ০৪:০৯, ১০ সেপ্টেম্বর ২০১৬

আত্মসমর্পণ করা ১৪ দস্যু কারাগারে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের আত্মসমর্পণকৃত বনদস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ ১৪ সদস্যকে শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক বনদস্যুদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮-এর ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে দুই বাহিনী প্রধানসহ ১৪ বনদস্যুকে শরণখোলা থানায় হস্তান্তর করেন। কারাগারে পাঠানো বনদস্যুদের মধ্যে রয়েছেÑ মোরেলগঞ্জ উপজেলার জামিরতলা গ্রামের মৃত ইসমাইল তালুকদারের ছেলে শান্ত বাহিনীর প্রধান আব্দুল বারেক তালুকদার শান্ত, একই এলাকার মৃত নাজেম আলী হাওলাদারের ছেলে মনির হাওলাদার, মোরেলগঞ্জের গাবতলা গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে দুলাল মোল্লা ভা-ারী (৪০), বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের কেরামত হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২৬), একই এলাকার মকবুল হোসেন মোল্লার ছেলে আনিছুর রহমান মোল্লা (৩৫), মংলার জয়মনিরঘোল এলাকার রজব আলী শেখের ছেলে বশির আহমেদ শেখ, একই এলাকার সাহেব আলী শেখের ছেলে মোস্তফা শেখ (৪৬), রামপালের বড়কাঁঠালিয়া গ্রামের হাবিব গাজীর ছেলে ফরিদ গাজী, একই এলাকার মোঃ ইউনুছ শেখের ছেলে নুরুল ইসলাম শেখ (৪৪) ও জনাব আলী শেখের ছেলে মোঃ খোরশেদ শেখ। এছাড়া বনদস্যু আলম বাহিনীর প্রধান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের মোঃ আকবর সরদারের ছেলে মোঃ আলম সরদার, একই এলাকার আকবর আলীর ছেলে মোঃ আসাদুজ্জামান, একই জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালী গ্রামের মোঃ এলাহী বক্স গাজীর ছেলে মোঃ হালিম গাজী ও শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আনসার আলী গাজীর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক গাজী। বৃহস্পতিবার দুপুরে বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ২০টি আগ্নেয়াস্ত্র ও ১০০৮ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে সুন্দরবনের দুর্ধর্ষ এ দুই বনদস্যু বাহিনীর প্রধানসহ ১৪ সদস্য আত্মসমর্পণ করে।
×