ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেহেদী হাসানের ‘মনফড়িং’

প্রকাশিত: ০৪:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৬

মেহেদী হাসানের ‘মনফড়িং’

স্টাফ রিপোর্টার ॥ মেহেদী হাসান একজন সম্ভাবনাময় সাহিত্যিক। তাঁর লেখায় খুঁজে পাওয়া যায় প্রতিবাদী, সুখ-বিচ্ছেদ বিরহ-বেদনা এবং নতুন প্রজন্মের শুদ্ধ জীবনবোধ ও জীবিকার দর্শন। গত ফেব্রুয়ারির বইমেলায় প্রকাশ হয় তার জীবনভিত্তিক প্রবন্ধগ্রন্থ ‘হন্যে মনে’। বইটি বইমেলায় প্রকাশের পর আলোচনায় আসে, যা তাকে একজন সত্যিকারের লেখক হিসেবে পরিচিতি দেয়। বইটির বিষয়বস্তু অনেকটাই বাস্তবিক জীবনেরই প্রতিচ্ছবি। তারুণ্যের প্রতিনিধি এই লেখক বাংলাদেশের সাহিত্য অঙ্গনে উপন্যাসিক হিসেবেও অভিষিক্ত হতে যাচ্ছেন। আগামী বছর বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে তার উপন্যাস ‘মনফড়িং’। উপন্যাসটি পাঠকদের উপহার দিতে ইতোমধ্যে সবরকম প্রস্তুতি সেরে ফেলেছেন। বইটির প্রকাশক মনিরুল হক মনে করেন বইটি পাঠকের মনের দরজায় নাড়া দেবে।
×