ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেভেন আপ সিজন ওয়ান শিরোপা জিতল খুলনা খঞ্জনীস

প্রকাশিত: ০৪:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৬

সেভেন আপ সিজন ওয়ান শিরোপা  জিতল খুলনা খঞ্জনীস

সংস্কৃতি ডেস্ক ॥ সুরের তুখোড় খেলায় বাংলাদেশকে মুখর করা সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার সিজন ওয়ান চ্যাম্পিয়ন হয়েছে খুলনা খঞ্জনীস। প্রতিযোগিতায় ঢাকা ঢোলকসের হয়ে অংশগ্রহণ করেন নাফিস, মাটি, শাহানজি ও আল সাবা। খুলনা খঞ্জনীসে ছিলেন রাখি, বনি, বিপুল ও সুজন। সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে সঙ্গীত প্রতিভাদের খুঁজে বের করে আনে। বিভিন্ন ধাপে অডিশন শেষে বাছাই করা মিউজিশিয়ানদের আট দলে ভাগ করে অনুষ্ঠিত হয় সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগের গ্রুপ পর্ব। গ্রুপ পর্বে প্রতিযোগিতা করে ঢাকা ঢোলকস, খুলনা খঞ্জনীস, চিটাগং চাইমস, বরিশাল বিটস, রংপুর রকার্স, কুমিল্লা কোরাস, সিলেট সারগাম্স এবং রাজশাহী রিদম্স। টান টান উত্তেজনাপূর্ণ ফিনালেতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর খুলনা খঞ্জনীস বিজয়ী হয়। বিজয়ী দল জিতে নেয় নগদ দশ লাখ টাকা পুরস্কার। রানারআপ দল পায় পাঁচ লাখ টাকা। এছাড়াও ছিল কুড়কুড়ের পক্ষ থেকে পারফর্মার অফ দ্য ডে এবং ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে অনেক পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগের প্রধান পৃষ্ঠপোষক ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ডিএমডি খুরশীদ ইরফান চৌধুরী, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আইয়ে পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগের ইভেন্ট, কনসেপ্ট ও ক্রিয়েটিভ পার্টনার এশিয়াটিক থ্রি সিক্সটির এমডি সারা যাকের, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এমডি গোলাম কুদ্দুস চৌধুরী, হেড অফ মার্কেটিং আরিফ হোসেন, এশিয়াটিক থ্রি সিক্সটির চেয়ারম্যান আলী যাকের, প্রথম আলোর স¤পাদক মতিউর রহমান।
×