ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদের নাটকে আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা

প্রকাশিত: ০৪:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৬

ঈদের নাটকে আসাদুজ্জামান  নূর ও সুবর্ণা মুস্তাফা

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ বিরতির পর বিটিভির পর্দায় একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। এবার ঈদের জন্য ‘মাটির প্রদীপ’ নামের বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি লিখেছেন আনিসুল হক। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়। নাটকটিতে আসাদুজ্জামান নূর বংশীবাদক আসাদের চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা। দেড় দশকেরও বেশি সময় পর বিটিভির নাটকে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত আসাদুজ্জামান নূর বলেন, বিশেষ ধন্যবাদ দিতে চাই বিটিভির মহাপরিচালক হারুনকে, যে আমার অভিনয়ের আগ্রহকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। শূটিংয়ের ফাঁকে তিনি মজা করে বললেন, অনেক দিন পর অভিনয় করছি। কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না, সুবর্ণা আমাকে শিখিয়ে দিচ্ছে। নাটকের কাহিনী নিয়ে তিনি বললেন, গল্পটা সরলরেখার মতো। কিন্তু অনেক মানবিক, অনেক আবেগের জায়গা আছে এতে। নাটকের জন্য নাটক নয়, মানুষের জন্য নাটক, যদি এভাবে চিন্তা করি, তাহলে এটি অনেক ভাল একটি গল্প। সুবর্ণা মুস্তাফা বললেন, ‘কোথাও কেউ নেই’ নাটকের পরে মনে হয় ২০০০ সালে বিটিভিতে একটি নাটক করেছিলাম। আজ প্রায় ১৬ বছর পরে আবার বিটিভিতে পা রাখা। নূর ভাইয়ের সঙ্গে অনেক দিন পরে কাজ করছি। সুবর্ণা মুস্তাফা বলেন, নূর ভাই হচ্ছেন আমার অন্যতম প্রিয় সহকর্মী। আফজাল হোসেন কিংবা হুমায়ূন ফরীদির মতো নূর ভাইয়ের সঙ্গে আমার জুটির আলাদা একটা ম্যাজিক আছে, সেটা ‘কোথাও কেউ নেই’ নাটকে প্রমাণিত। প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, নাটকে দেখা যাবে একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয় তুলে দেয় একটি সুবিধাবঞ্চিত স্কুলের শিশুদের খাবারের জন্য। পরে নিজেই কঠিন অসুখে পড়ে যায়। নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে আটটায় প্রচার হবে।
×