ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কলেজ থিয়েটারের আন্তঃজেলা পথ নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ায় কলেজ থিয়েটারের  আন্তঃজেলা পথ নাট্যোৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ ‘সংস্কৃতির উৎকর্ষ আলোয় নিপাত যাক জঙ্গীবাদ’ সেøাগানে বগুড়ার সাতমাথায় কলেজ থিয়েটারের তিন দিনব্যাপী আন্তঃজেলা পথ নাট্যোৎসব শেষ হয়েছে। নাট্যোৎসবের শেষ দিন সোমবার ছিল গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা, নাটক মঞ্চায়ন এবং ফিউশন বাউলের গান পরিবেশনা। প্রথমে কলেজ থিয়েটার বগুড়ার ‘পাথর’ নাটক মঞ্চস্থ হয়। এরপর বগুড়ার সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সামস্-উল আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন তৌফিক হাসান ময়না, বগুড়া ইয়্যুথ কয়্যারের দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী তৌফিফুল আলম টিপু এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠুকে সংবর্ধনা দেয়া হয়। কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, পথ নাটক পরিষদের সেক্রেটারি আহমেদ গিয়াস, কলেজ থিয়েটারের সমন্বয়কারী কনক কুমার পাল, সহ-সভাপতি সুপিন বর্মণ, শোভন চন্দ্র সরকার, সেক্রেটারি তপন কুমার পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজুল ইসলাম। অনুষ্ঠানে ‘বৈজয়িক’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর নৃত্য পরিবেশন করেন ইউসূফ রাতুল, প্রতীতি রায় শ্রেয়া, রুহি তাবাসসুম, আশিকুর রহমান, শারমিন আক্তার। পরে কলেজ থিয়েটারের ‘ফিউশন বাউল’ অনুষ্ঠানে লোক গান করে শিল্পী আল-আমিন আপেল, তন্ময় সূত্রধর, মাহবুবে সোবহানি। সবশেষে মঙ্গল প্রদীপ হাতে নিয়ে ‘সংস্কৃতির উৎকর্ষ আলোয় নিপাত যাক জঙ্গীবাদ’ উচ্চারণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী আন্তঃজেলা পথ নাট্যোৎসব শেষ হয়। এর আগে গত সেপ্টেম্বর শনিবার তিন দিনব্যাপী আন্তঃজেলা পথ নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজনে ছিল আনন্দ পদযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক, নৃত্য, কবিতা এবং কলেজ থিয়েটারের অনন্য প্রযোজনা ফিউশন বাউলের প্লাটিনাম মঞ্চায়ন। ভাস্কর চৌধুরীর রচনা ও নির্দেশনায় পাবনার ইচ্ছামতি থিয়েটারের ‘ফুল ও ভুল’, তৌফিক হাসান ময়না রচিত, আমজাদ হোসেন শোভন নির্দেশিত সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ থিয়েটারের ‘স্মৃতির পাতায় ’৭১ মঞ্চস্থ হয়। এরপর উৎসবের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভনের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজুল ইসলাম। পরে সরকারী শাহ্ সুলতান কলেজ থিয়েটারের ‘ইদারা’, সরকারী আজিজুল হক কলেজ থিয়েটারের ‘দাওয়াত’ মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে আবৃত্তি করেন কনক কুমার পাল, রেজোয়ান রাফি এবং নৃত্য পরিবেশন করে আঁচল, শানানা হাসান মন্দ্রিতা, তাসনিয়া হক সাবা এবং মৌসুমী নৃত্যাশ্রমের শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিজুল ইসলাম, রুহি তাবাসসুম, রেজোয়ান রাফি এবং সঞ্চিতা দত্ত। এরপর দিন রবিবার নওগাঁর চৌপাশ নাট্যাঞ্চল ‘উঁইপোকা’, বগুড়া থিয়েটারের ‘বাসন’ এবং নান্দনিক নাট্যদল ‘বর্ণচোর’ নাটক মঞ্চস্থ হয়। সোমবার উৎসবের সমাপনী হয়।
×