ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বনভূমি কমেছে এক দশমাংশ

প্রকাশিত: ০৪:০৬, ১০ সেপ্টেম্বর ২০১৬

বনভূমি কমেছে এক দশমাংশ

গত দুই দশকে পৃথিবীর বনভূমির ৩৩ লাখ বর্গমাইল এলাকা বা এক দশমাংশ হারিয়ে গেছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি এক মানচিত্র তৈরি করেন। এতে দেখা যায়, সবচেয়ে বেশি বন উজাড় হয়েছে আমাজন ও মধ্য আফ্রিকা অঞ্চলে। বর্তমানে বিশ্বে বনভূমির মোট পরিমাণ ১ কোটি ১৬ লাখ বর্গকিলোমিটার। তারা বলেছেন, জৈব বৈচিত্র্য রক্ষায় এখনই পদক্ষেপ গ্রহণ জরুরী। -ডেইলি মেইল স্টিলথ জয় করল চীন কোয়ন্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে চীনের বিজ্ঞানীরা এমন এক ধরনের রাডার তৈরি করতে যাচ্ছেন স্টেলথ জঙ্গী বিমানও যাকে ফাঁকি দিতে পারবে না। চীনের ইন্টেলিজেন্ট পার্সেপশন টেকনোলজি ল্যাবরেটারি গত মাসে কোয়ান্টাম রাডার পরীক্ষা করেছে। এটি ১শ’ কিলোমিটারের মধ্যে যে কোন বস্তু শনাক্ত করতে সমর্থ। চলতি বছর আরও আগের দিকে চীন প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট তৈরি করে। Ñসিনহুয়া ভারতের নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে পদদলিত হয়ে বহু আহত ভারতের মুম্বাইয়ের মালাদে দেশটির নৌবাহিনীর একটি ঘাঁটিতে নয়া সদস্য সংগ্রহের সময় জড়ো হওয়া হাজারো প্রার্থীর হুড়োহুড়িতে পদদলিত হয়ে বহু আহত হয়েছেন। খবর এনডিটিভির। শুক্রবার সকালে আইএনএস হামলা নামের নৌবাহিনীর এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে প্রায় ৬ হাজার প্রার্থী জড়ো হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু কর্তৃপক্ষ আশা করেছিল, ৪ হাজার প্রার্থী আসতে পারেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর বড় একটি অংশ গেট দিয়ে একসঙ্গে ঢোকার চেষ্টা চালালে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে পদদলিত হয়ে আহত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ করে। তবে নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে দুইব্যক্তি আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা স্বেচ্ছাসেবীদের কাছ থেকে ভাল সাড়া পাওয়ার প্রত্যাশা করেছিলাম।’ বিবৃতিতে আরও বলা হয়, অপ্রত্যাশিত সাড়া পাওয়া গিয়েছিল এবং ভিড় নিয়ন্ত্রণে দিনের শুরুর দিকে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।
×