ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্প হবেন পুতিনের হাতিয়ার ॥ হিলারি

প্রকাশিত: ০৪:০৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

ট্রাম্প হবেন পুতিনের  হাতিয়ার ॥ হিলারি

ডোনাল্ড জে ট্রাম্পের বৃহস্পতিবারের প্রচার অভিযানে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির ভি পুতিনের প্রতি বিশেষ সমর্থন দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত হয়েছে। ট্রাম্পের বক্তব্যে আমেরিকার নিজস্ব প্রেসিডেন্টের নেতৃত্বের চেয়ে একজন কর্তৃত্ববাদী প্রতিপক্ষের নেতৃত্বের প্রতি অগ্রাধিকার দেয়ার ইঙ্গিত প্রদান করে। যদিও ট্রাম্পের মন্তব্যে ডেমোক্র্যাটদের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আর রিপাবলিকানদের মধ্যে প্রকাশ ঘটছে অস্বস্তির। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। ট্রাম্পের রানিংমেট ইন্ডিয়ানা রাজ্যের গবর্নর মাইক পেন্স সিএনএনকে বলেছেন, আমার মনে হয়, এটা তর্কসাপেক্ষ বিষয় নয় যে, বারাক ওবামা এদেশে যতটা শক্তিশালী নেতা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী নেতা ভøাদিমির পুতিন তার দেশে। ট্রাম্প বুধবার রাতে টেলিভিশনে এক প্রার্থী ফোরামে রুশ নেতার যে প্রশংসা করেছেন মাইক পেন্স তার পুনর্উক্তি করে ট্রাম্পকে সমর্থন করছিলেন। পুতিন প্রেসিডেন্ট ওবামার চেয়ে অধিকতর ভাল নেতা বলে ট্রাম্প যে দৃঢ়োক্তি করেছেন তার তীব্র সমালোচনা করেছেন হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, তার মন্তব্য কেবল দেশপ্রেমবর্জিত এবং আমাদের দেশের জনগণ ও আমাদের সেনাবাহিনী প্রধানের প্রতি পরিহাসজনকই নয় শুধু, ভীতিকরও। টেলিভিশন ফোরামে ট্রাম্প বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে পুতিনের হামলা রাশিয়ার নিরপেক্ষ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তার সমালোচনা এবং আমেরিকার শুত্রুদের প্রতি তার সমর্থন এসব কিছু ওবামার সীমালঙ্ঘনের চেয়ে বেশি পীড়াদায়ক নয়। হিলারি ট্রাম্পের মন্তব্য লুফে নিয়ে বলেন, এতে বোঝা যায় যে, ট্রাম্প নির্বাচিত হলে পুতিনের হাতিয়ারে পরিণত হবেন। হিলারি বৃহস্পতিবার ভোরে হোয়াইট প্লেইনস বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, পুতিন যা করতে চাইবেন তাই তাকে করতে দেবেন তিনি এবং এর পর তিনি তার পক্ষে ওজর দাঁড় করাবেন। জরিপে আভাস দেয়া হচ্ছে যে, নির্বাচনে তীব্র প্রতিযোগিতা হবে। অন্যদিকে একটি বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এমনসব কথা বলা অব্যাহত রেখেছেন যা আগে শোনা গেছে কদাচিত। এমনি একটা পরিস্থিতিতে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা তীব্রতর করছেন হিলারি। ট্রাম্প এনবিসির ম্যাট লাওয়ের সঞ্চালনে অনুষ্ঠিত বুধবারের ফোরামে আমেরিকার জেনারেলদের মর্যাদায় দু’বার কালিমালেপন করেছেন। তিনি বলেন, তিনি দেশের বর্তমান সামরিক নেতৃত্বকে পদচ্যুত করবেন। হিলারি ফোরামে তার অসম দক্ষতা থেকে প্রসঙ্গ পরিবর্তনের সুযোগ পেয়ে উল্লসিত হয়েছেন তখন।
×