ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাশ্চাত্যের সঙ্গে পরমাণু যুদ্ধের প্রস্তুতি

মস্কোর চারদিকে কংক্রিটের বাঙ্কার তৈরি পুতিনের

প্রকাশিত: ০৪:০৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

মস্কোর চারদিকে কংক্রিটের  বাঙ্কার তৈরি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মস্কোর চারদিকে অতিগোপনীয় কংক্রিট বাঙ্কার তৈরিতে বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। এতে দাবি করা হয়, রাশিয়ার লৌহমানব রাজধানীর চারপাশে অনেক সুরক্ষিত বাঙ্কার তৈরি করেছেন। পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য পরমাণু যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই বাঙ্কার তৈরি করা হচ্ছে। এ সংক্রান্ত খবর প্রথম প্রকাশিত হয় গত মাসে। এতে বলা হয়, রাশিয়া কয়েক বছর আগে কয়েক ডজন ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ শুরু করে।। খবর ডেইলি মেইলের। পেন্টাগনের পারমাণবিক নীতি বিষয়ক সাবেক কর্মকর্তা মার্ক স্কিনাইডার ওয়াশিংটন ফ্রি বিকনকে জানান, রাশিয়া বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যাকে তারা পারমাণবিক যুদ্ধ বলে অনুমান করছেন। তারা মনে করছে তারাই প্রথম হামলার শিকার হতে পারে। তবে আমরা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতিকে গুরুতর মনে করছি না। যা পারমাণবিক যুদ্ধের মতো হতে পারে। নতুন পারমাণবিক বাঙ্কার তৈরির বিষয়টি নিয়ে যেসব ব্যাখ্যা প্রকাশিত হয়েছে তা নিয়ে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, মস্কো নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে এটি তৈরি করছে। তাছাড়াও রাশিয়া উরাল অঞ্চলের মাউন্ট ইয়ামানতাওয়ের কাছে বিশাল আকারের বাঙ্কার তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ক্রিমিয়া উপদ্বীপ দখল ও চলমান সিরিয়া যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। পূর্ব ইউরোপের বাল্টিক রাষ্ট্রে ন্যাটো বাহিনী মোতায়েন করার প্রেক্ষিতে এ উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। জুন মাসে যুক্তরাষ্ট্র সেখানে ছয় হাজার সৈন্য, ৫০টি জাহাজ, ৬০টি যুদ্ধবিমান ও একটি সাবমেরিন মোতায়েন করেছে। এ বছরের গোড়ার দিকে খবর প্রকাশিত হয় যে, রাশিয়া একটি পারমাণবিক বোমাবাহী পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। যা ন্যাটোর প্রতিরক্ষার চেয়েও উন্নত এবং ইউরোপকে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আরএস-২৮ সারমাত ক্ষেপণাস্ত্রটি শয়তান-২ নামে পরিচিত। সর্বোচ্চ গতিবেগ প্রতি সেকেন্ডে সাত কিলোমিটার (৪ দশমিক ৩ মাইল) ও এবং এতে এন্টি-মিসাইল শিল্ড সিস্টেম রয়েছে। সারমাত ক্ষেপণাস্ত্রটি ৪০ মেগাটন ওয়ারহেড বহন করতে পারে। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে ফেলা এ্যাটম বোমার চেয়ে দুই হাজার গুণ বেশি শক্তিশালী সারমাত ক্ষেপণাস্ত্র। জেভেজদা জানায়, ক্ষেপণাস্ত্রটি ফ্রান্স অথবা টেক্সাসের মতো এলাকা নিমিষে ধ্বংস করে দিতে পারে। আশাকরা হচ্ছে, এর পাল্লা হবে ১০ হাজার কিলোমিটার (ছয় হাজার ২১৩ মাইল)। এর মাধ্যমে মস্কো লন্ডন ও ইউরোপের অন্যান্য শহর এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও পূর্ব উপকূল পর্যন্ত ধ্বংস করতে পারবে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান লেক্সিংটন ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডাঃ লরেন থম্পসন বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা শুধু বিদ্যমানই নয় বরং বাড়ছে। আর এটি শুরু হতে পারে তিনটি বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া নিয়ে সংঘাতকে কেন্দ্র করে। একদিন ইতিহাসে স্থান পাবে যে, মার্কিন নেতাদের কৌশলগত ভুলের জন্য স্নায়ুযুদ্ধ অবসানের পর তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন।
×