ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপির বিক্ষোভ ॥ আজ ঢাকায় ও কাল সারাদেশে

প্রকাশিত: ০৮:২৮, ৯ সেপ্টেম্বর ২০১৬

বিএনপির বিক্ষোভ ॥ আজ ঢাকায় ও  কাল সারাদেশে

স্টাফ রিপোর্টার ॥ জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে আজ শুক্রবার ঢাকায় এবং শনিবার সারাদেশের সকল জেলা ও মহানগর সদরে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকার জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক সরিয়ে ফেলেছে। জিয়ার পদক অপসারণ চরম অবমাননা- দুদু ॥ জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের পদক অপসারণ তাঁর প্রতি চরম অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা হান্নান শাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত ॥ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিইএমইচ) লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) হান্নান শাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার সকাল থেকে তাকে ৭২ ঘণ্টার অবজারভেশনে রাখা হয়েছে। তবে সিএমএইচে ভর্তির পর বুধবার দুপুর পর্যন্ত তার পালস ও প্রেসারের কিছুটা উন্নতি হয়েছে। হান্নান শাহর ছেলে শাহ রেজাউল হান্নান জানান সাংবাদিকদের জানান, সকালের দিকে চিকিৎসকরা তাদের জানিয়েছেন তাঁর বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকরা তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহার করায় ছাত্রদলের নিন্দা ॥ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আক্রামুল হাসান এ প্রতিবাদ ও নিন্দা জানান।
×