ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নরওয়েকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৮:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৬

নরওয়েকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নরওয়েকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য এখানে আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে। খবর বাসসর। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেট লুনডেমো বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিন এ আহ্বান জানান। রাষ্ট্রপতি তাকে বলেন, নরওয়ের উদ্যোক্তারা তাদের বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিতে পারেন। কারণ, বাংলাদেশ তাদের জন্য কেবল বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে নাÑ সেই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশও দিচ্ছে। বৈঠককালে মেরেট লুনডেমো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তি রক্ষাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। জাতীয় উন্নয়নে কাজ করুন ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদ স্থানীয় উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের সঙ্গে কাজ করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহত্তর ময়মনসিংহ সমিতির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় বৃহত্তর ময়মনসিংহের অধীনে ছয় জেলা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠককালে রাষ্ট্রপতি বৃহত্তর ময়মনসিংহের যুবকদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং তাদের কাজ করার সুযোগ করে দিতে পদক্ষেপ গ্রহণের জন্য সমিতির নেতাদের প্রতি আহ্বান জানান। আবদুল হামিদ বলেন, বৃহত্তর ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতি খুবই প্রাচীন। তিনি তরুণ প্রজন্মের সামনে এই সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার জন্য সমিতি নেতাদের বলেন। প্রতিনিধিদল সমিতির ও গঠনতন্ত্রে কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
×