ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে তিন শতাধিক পোশাক শ্রমিক তালাবদ্ধ, পরে উদ্ধার

প্রকাশিত: ০৮:২৪, ৯ সেপ্টেম্বর ২০১৬

সাভারে তিন শতাধিক পোশাক শ্রমিক তালাবদ্ধ, পরে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ সেপ্টেম্বর ॥ ভবন মালিক ও পোশাক কারখানার মালিকের দ্বন্দ্বের জের ধরে একটি পোশাক কারখানার ভেতরে তিন শতাধিক শ্রমিককে আটকিয়ে রেখে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে ভবন মালিক। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় চৌরঙ্গী মার্কেটের ‘এ্যাডন নিট ওয়ার লিমিটেড’ নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই পোশাক কারখানার তালা ভেঙ্গে শ্রমিকদের উদ্ধার করে। দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে এদিন সকালে তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করে। সন্ধ্যা ছয়টার দিকে এ্যাডন গার্মেন্টসের মালিক রেজাউল করিমের সঙ্গে ভবন ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চৌরঙ্গী সুপার মার্কেটের মালিক আবুল হোসেন কারখানার দুটি মূল ফটকে তালা লাগিয়ে চলে যায়। এ সময় শ্রমিকরা ঘণ্টাখানেক কারখানার ভেতরে তালাবদ্ধ অবস্থায় থাকে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে তালা ভেঙ্গে শ্রমিকদের উদ্ধার করে।
×