ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানগাঁও বন্দরের জন্য পৃথক কোন শুল্ক নয় ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৮:১১, ৯ সেপ্টেম্বর ২০১৬

পানগাঁও বন্দরের জন্য পৃথক কোন শুল্ক নয় ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পানগাঁও বন্দরের জন্য আলাদা কোন শুল্ক নির্ধারণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শুল্ক একাধিক হয় না, একটাই হয়। বৃহস্পতিবার সচিবালয়ে পানগাঁও বন্দর নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, পানগাঁও একটি ভাল বন্দর। পানগাঁও বন্দরটি এখন পুরোপুরি হয়ে গেছে। এ নিয়ে আমরা আজ বসেছিলাম, কয়েকটা সমস্যা ছিল, সেগুলা সমাধান হয়েছে এবং এটা চালু হয়ে গেছে। মুহিত বলেন, পানগাঁও বন্দরে ইতোমধ্যে শুল্ক কমানো হয়েছে। এখন নতুন করে আর পৃথক শুল্ক নির্ধারণের প্রয়োজন নেই। ভ্যাট নিয়ে এফবিসিসিআই নেতাদের সঙ্গে মুহিত ॥ হয়রানি এড়াতে ভ্যাট অনলাইনে নেয়ার পদ্ধতি চালু করতে অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতারা। বৃহস্পতিবার সচিবালয়ে আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনায় এ পরামর্শ দেন তারা। ওই বৈঠকের পর এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেন, প্রত্যেক ব্যবসায়ীই ভ্যাট-ট্যাক্স দিতে চান কিন্তু কেউ হয়রানি চান না। মনে রাখতে হবে, ভ্যাট সিস্টেম সারা পৃথিবীতে কর আদায়ে একটি ভাল পদ্ধতি। এটা এখন অনলাইন হয়ে গেলে হয়রানির ক্ষেত্রটা অনেক কমে যাবে। ভ্যাট নিয়ে হয়রানিতে পড়ছেন কিনাÑ এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মাতলুব বলেন, উনি (অর্থমন্ত্রী) বলেছেন, মানুষ মানুষে ভেদাভেদ হয়, কিছু কিছু মানুষ দুষ্ট প্রকৃতির হয়, কিছু কিছু মানুষ ভাল হয়, এগুলো তো হবে। চলার পথে কাঁটা থাকবেই। অর্থমন্ত্রী স্পষ্ট বলেছেন, যেহেতু এনবিআর একটি কমিটি করেছে, ওই কমিটিতে এগুলো তুলে ধরা হবে। স্পষ্ট করে বলা হচ্ছে, কোন রকমভাবে হয়রানি এ্যাকসেপ্ট করা হবে না।
×