ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের উদ্ধৃত্ত আয় ৩ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা

প্রকাশিত: ০৮:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৬

 আওয়ামী লীগের উদ্ধৃত্ত আয় ৩ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি ॥ ২০১৫ পঞ্জিকা বছর এবং ২০১৬-১৭ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করেছে আওয়ামী লীগ। এতে উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে গিয়ে এ রিটার্ন জমা দেয়। সহকারী কর কমিশনার লিঙ্কন রায়ের (কর অঞ্চল-১) কাছে আয়কর রিটার্ন দাখিল করা হয়। এতে আওয়ামী লীগের আয় দেখানো হয়েছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা। মোট আয়ের মধ্যে সদস্যদের চাঁদা থেকে দুই কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকা, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি বাবদ ১৫ লাখ ২৫ হাজার, অনুদান সংগ্রহ বাবদ দুই কোটি ৩১ লাখ টাকা, প্রকাশনা বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ৬৩ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা, ব্যাংক থেকে পাওয়া সুদ বাবদ এক কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৭৯৯ টাকা এবং অন্যান্য খাত থেকে দুই লাখ ৯৫ হাজার ৮৭১ টাকা আয় হয়েছে। অন্যদিকে মোট ব্যায়ের মধ্যে- কর্মচারীদের বেতন বাবদ ৬২ লাখ ২১ হাজার ৫৭৫ টাকা, অনুষ্ঠান ও সভা সমাবেশ বাবদ এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৯০ টাকা, প্রকাশনা বাবদ ৬৮ লাখ ৮২ হাজার ৭০৪ টাকা, ত্রাণ কাজে ব্যায় ২১ লাখ ৬৯ হাজার ১৪৫ টাকা এবং অন্যান্য খাতে ব্যয় হয়েছে ২২ লাখ চার হাজার ৬৫৫ টাকা। ২০১৪ সালের হিসাবে আওয়ামী লীগের আয় হয়েছিল নয় কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা এবং ব্যয় ছিল তিন কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। ২০১৪ সালের শেষে দলটি তহবিলের সমাপনী জের ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ২৩ টাকায়।
×