ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কৃষ্ণাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৬

কৃষ্ণাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘সি’-র বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই সাফল্যে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের অভিনন্দনও জানিয়েছিলেন ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় কৃষ্ণা রানীদের সংবর্ধনা দিতে যাচ্ছে সরকার। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি জানিয়েছে, ১৬ সেপ্টেম্বরের পরেই সংবর্ধনার দিনক্ষণ ঠিক করা হবে। উল্লেখ্য, এই দলকেই ঢাকায় বাফুফের বিশেষ সংবর্ধনা দেয়ার কথা রয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। জাতীয় ভলিবল দল কিরগিজস্তান যাচ্ছে স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১২-১৯ সেপ্টেম্বর পর্যন্ত কিরগিজস্তানে অনুষ্ঠিত হবে ‘বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা’র জোনাল বাছাইপর্ব। এতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ভলিবল দল আগামী ১১ সেপ্টেম্বর সকালে বিমানযোগে কিরগিজস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং প্রতিযোগিতা শেষে আগামী ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকায় ফিরবে। এ লক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশন জাতীয় ভলিবল দলের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। মারের জয়রথ থামালেন নিশিকোরি স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছিলেন এ্যান্ডি মারে। উইম্বলডনের পর গত মাসে শেষ হওয়া রিও অলিম্পিকেও নতুন ইতিহাস গড়েন তিনি। অলিম্পিকে প্রথম খেলোয়াড় হিসেবে টেনিসের পুরুষ এককে স্বর্ণপদক ধরে রাখেন তিনি। কিন্তু এবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন দুই নাম্বার এই তারকা। তবে হারের আগে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে পাঁচ সেটের কঠিন লড়াই করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করতে পারেননি তিনি। অথচ এর আগে মৌসুমের তিন গ্র্যান্ডসøামের সব ফাইনালে খেলেছেন তিনি। ফ্লাশিং মিডোতে এদিন প্রথম সেটে অবশ্য দাপট দেখিয়েই জিতে নেন এ্যান্ডি মারে। কিন্তু দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান কেই নিশিকোরি। তৃতীয় সেট ৪-৬ সেটে জিতে ম্যাচ জমিয়ে তুলেন মারে। এরপর চতুর্থ সেটে ৬-১ গেমের বড় ব্যবধানে জয় তুলে নেন জাপানের কেই নিশিকোরি। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৫ ব্যবধানে হেরে আসর শেষ করেন গ্রেট ব্রিটেনের এই তারকা খেলোয়াড়। এর আগে ?অবশ্য নিশিকোরির বিপক্ষে আটবারের মুখোমুখি লড়াইয়ে সাতবারই জয় তুলে নিয়েছিলেন মারে। শুধু তাই নয়, সদ্যসমাপ্ত রিও অলিম্পিকের সেমিফাইনালেও এই মারের কাছে হার মেনেছিলেন তিনি। সেই পরাজয়ের ঘা এখনও শুকায়নি। মাত্র তিন সপ্তাহের ব্যবধানেই মারের বিপক্ষে এবার জিতলেন নিশিকোরি। তবে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই স্বীকার করে নিয়েছেন যে, ‘এই ম্যাচটা সত্যিই অনেক কঠিন ছিল।
×