ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দশ মাস নিষিদ্ধ লোকটে

প্রকাশিত: ০৬:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৬

দশ মাস নিষিদ্ধ লোকটে

স্পোর্টস রিপোর্টার ॥ মিথ্যাচারের জন্য শাস্তিটা পেয়েই গেলেন রায়ান লোকটে। ১০ মাসের জন্য তাকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি (ইউএসওসি)। রিও অলিম্পিক চলার সময় আগ্নেয়াস্ত্রের মুখে ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন লোকটে। পরে সেটা মিথ্যা প্রমাণিত হলে ব্রাজিল পুলিশ এ মার্কিন সাঁতারুর বিরুদ্ধে মামলা করে। এ জন্যই শাস্তি পেলেন তিনি। মদ্যপ অবস্থায় অলিম্পিক ভিলেজে ঘোরার সময় বন্দুকের মুখে লুটপাট করা হয় লোকটেকে। এমনটাই অভিযোগ করেছিলেন ৩২ বছর বয়সী এ সাঁতারু। পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগও দায়ের করেন। সেই অভিযোগে লোকটে বলেন তিনি এবং তার বাকি তিন সতীর্থ সারারাত পার্টির পর পুলিশের বেশ ধরে আসা কিছু ব্যক্তি ডাকাতি করেছেন। তবে তদন্তের পর তার এ অভিযোগ মিথ্যা প্রমাণ হয়। পরে অবশ্য এজন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু পুলিশকে হয়রানি এবং মিথ্যা অভিযোগের জন্য তার বিরুদ্ধে পুলিশই মামলা করে। এসব কারণে এবার লোকটেকে নিষেধাজ্ঞা দিল ইউএসওসি। বৃহস্পতিবার থেকেই তার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ১২ অলিম্পিক পদকজয়ী বিশ্বের অন্যতম সেরা এ সাঁতারু এর ফলে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত পুলের বাইরে থাকবেন। সে কারণে বুদাপেস্টে আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপসেও অংশ নিতে পারবেন না লোকটে। ইউএসওসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। লোকটের এই গালগল্পটা প্রথমত ব্রাজিলের আয়োজকদের মানহানি ঘটিয়েছে এবং দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র দলটিকেই অসম্মানের মধ্যে ফেলেছে। পুলিশ এ অতিরঞ্জিত করা গল্পে তদন্ত করার পর এটাই দৃঢ়ভাবে জানিয়েছিল। তবে লোকটে এখন নিজেই অনুতপ্ত হয়ে তার ভাবমূর্তি ভাল অবস্থানে নিয়ে আসার জন্য সচেষ্ট। রিয়েলিটি শো ‘ডান্সিং উইথ দ্য স্টারস’ প্রোগ্রামে তিনি নিজের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন। লোকটে বলেন, ‘আমি এটার সার্বিক দায়-দায়িত্ব নিচ্ছি। আমি অনেক বেশি অতিরঞ্জন করেছি এবং আমি যদি সেটা না করতাম তাহলে আজ আমরা কেউ এত হেনস্থার মধ্যে পড়তাম না।’
×