ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মরিনহো-গার্ডিওলা লড়াই শনিবার

প্রকাশিত: ০৬:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৬

মরিনহো-গার্ডিওলা লড়াই শনিবার

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও সময়ের দুই সেরা কোচ জোশে মরিনহো ও পেপ গার্ডিওলা একে অপরের মুখোমুখি হচ্ছেন। দু’জনই চলতি মৌসুমে দুই ইংলিশ ক্লাবের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। গার্ডিওলা ম্যানচেস্টার সিটি ও মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পদে আসীন হয়েছেন। এ কারণে ডাগআউটে দু’জনের জম্মেশ লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব। কাক্সিক্ষত সেই ক্ষণ এখন দুয়ারে। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওল্ডট্রাফোর্ডের ম্যাচটি ঘিরে চারদিকে বইছে আলোচনা। মর্যাদার এই যুদ্ধে কে জয়ী হবেন সেটা নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। তবে যে যাই ভাবুন না কেন, মরিনহো ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি গার্ডিওলাকে নিয়ে ভাবছেন না। এটা না ভেবে বরং নিজের কাজে মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন স্পেশাল ওয়ান। গত মৌসুমে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর ম্যানইউর কোচ হয়েছেন মরিনহো। আর জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্ডিওলা। সঙ্গত কারণেই এই প্রশ্নটা তাদের শুনতে হচ্ছে, দলের পাশাপাশি কোচ হিসেবে দু’জনের মধ্যকার লড়াই নিয়ে ভাবছেন কিনা? আগের অভিজ্ঞতা সামনে এনে মরিনহো বলেন, আমার অভিজ্ঞতা বলছে, গার্ডিওলা আসায় আমি নিশ্চুপ থাকতে পারব না। একটি লীগে (স্পেনের) তার সঙ্গে দু’বছর ছিলাম। সেখানে আমি কিংবা সে চ্যাম্পিয়ন হতো। ব্যক্তিগত লড়াইটাও ছিল। কারণ ক্লাব তো ফলই চায়। ইংলিশ প্রিমিয়ার লীগে গার্ডিওলার দ্বৈরথ নিয়ে ভাবছেন না মরিনহো। পর্তুগীজ লৌহমানবের ভাষায়, প্রিমিয়ার লীগের চিত্রটা ভিন্ন। যদি আমি তার কিংবা ম্যানসিটির প্রতি নজর রাখি, আবার সে আমার কিংবা ম্যানইউর দিকে নজর রাখে তাহলে অন্য কেউ চ্যাম্পিয়ন হবে। মুখে না বললেও পরোক্ষভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন মরিনহো। এটা হলফ করে বলা যায়। কারণ ম্যানইউর কোচের চাকরি টিকিয়ে রাখা খুব একটা সহজ নয়। অপরদিকে গার্ডিওলা ঠা-া মাথায় লড়াই চালিয়ে যাবেন। এটাও নির্দ্বিধায় বলা চলে। স্প্যানিশ লা লিগায় একসঙ্গে গার্ডিওলা ও মরিনহো ছিলেন ২০১০-২০১২ সাল পর্যন্ত। এ সময়ে দুইজনই একটি করে লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। গার্ডিওলা বার্সিলোনার স্পেনের ঘরোয়া ফুটবলের বাইরে জেতেন চ্যাম্পিয়ন্স লীগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত জুনে ইউনাইটেডের কোচের পদ অলঙ্কৃৃত করেন মরিনহো। লুইস ভ্যান গাল বরখাস্ত হওয়ার পর থেকেই ইউনাইটেডের ভাবি কোচ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মরিনহো। নতুন চাকরিটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন পর্তুগীজ লৌহমানব।
×