ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাসকিন ও সানির পরীক্ষা সম্পন্ন ব্রিসবেনে

প্রকাশিত: ০৬:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৬

তাসকিন ও সানির পরীক্ষা সম্পন্ন ব্রিসবেনে

স্পোর্টস রিপোর্টার ॥ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবারই তারা বোলিং এ্যাকশন শুদ্ধ করার পরীক্ষা দিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন। সকালে এ সময়ে বাংলাদেশের সবচেয়ে গতির বোলার তাসকিন পরীক্ষা দেন। এর কয়েক ঘণ্টা পর দুপুরে বামহাতি স্পিনার সানি পরীক্ষা দেন। তাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। পরীক্ষা শেষে নিজেই ফেসবুকে এই তথ্য জানান তাসকিন। ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে পরীক্ষা দেয়ার পর একটি ছবি পোস্ট করেন। এই পেসার বলেন, ‘পরীক্ষা শেষ। এখন কেবল ফলাফলের অপেক্ষা। সবাই দোয়া করবেন।’ তাসকিনকে দেখেই মনে হচ্ছে আত্মবিশ্বাসে ভরপুর। যে পরীক্ষা হয়েছে, তাতে সন্তুষ্টির ছোঁয়া চোখে মুখে ধরা পড়েছে। সানি বিকেল পর্যন্ত তার ফেসবুক ভেরিফাইড পেজে ভক্তদের জন্য কিছুই জানাননি। ৬ সেপ্টেম্বর তাসকিনের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেয়ার আগ মুহূর্তে যে বিমানে বসা ছবি পোস্ট করেছেন। এবং জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ সেই পোস্টই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সর্বশেষ পোস্ট হয়ে আছে। এ বছরই তাসকিন ও সানির বোলিং এ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ চলাকালে অবৈধ বোলিং এ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন বাংলাদেশের এ দুই বোলার। এরপর চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং এ্যাকশনের পরীক্ষাও দেন। কিন্তু সেই ত্রুটি থাকেই। ১৫ ডিগ্রীর অনেক বেশি কনুই বাঁকে সানির। সেটি ধরা পড়ে। আর তাসকিনের কিছুটা বাঁকে। অবশ্য তাসকিনকে বেশিরভাগই বাউন্স বল করতে বলা হয়। ৩-৪ মিনিটের মধ্যে তাসকিনকে ৮-৯টা বাউন্সার করতে হয়। যে এ্যাকশন নিয়ে তাসকিনের বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে, সেদিকে ল্যাবে পরীক্ষা না নিয়ে; শুধু বাউন্স বলেই পরীক্ষা নেয়া হয়। সেখানে তাসকিনের বোলিং এ্যাকশনেও ত্রুটি ধরা পড়ে। তিনটি বাউন্সার অবৈধ হয়। আর তাই কোন আশাই থাকেনি। আর টি২০ বিশ্বকাপই খেলতে পারেননি তাসকিন। সানিও একই পথের পথিক হন। তবে বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ না থাকায় তাসকিন ও সানি মাঠের বাইরে থাকলেও সমস্যা হয়নি। সামনে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। এরপর টানা খেলা চলবেই। টি২০ বিশ্বকাপের পর দেশে ফিরেই তাসকিন ও সানি বোলিং এ্যাকশন শুদ্ধ করতে কাজ চালিয়ে যেতে থাকেন। ঢাকা লীগ শেষে দেশে কোন বোলারগুলোর বোলিংয়ে ত্রুটি আছে, তা ধরা হয়। বোলিং এ্যাকশন রিভিউ কমিটি করা হয়। যে কমিটি ত্রুটিযুক্ত বোলারদের বোলিং পরীক্ষা করে দেখেন। সেখানে তাসকিনও পরীক্ষা দেন। পাস মার্কই পান তাসকিন। সানিরও পরীক্ষা নেয়া হয়। পাস মার্ক পাওয়াতেই তাসকিনের সঙ্গে বোলিং এ্যাকশনের পরীক্ষা দিতে সানিকেও অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। তারা দুজন পরীক্ষাও দেন। তাসকিনের ফেসবুক ভেরিফাইড পেজ দেখতে ফুরফুরে মেজাজেই যে আছেন এ পেসার বোঝাই যায়। কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে ও সানির সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় ছবি তুলে তা পোস্ট করেন। কিন্তু সানিকে একটু চিন্তিতই লাগছে। কারণও আছে। সব বাদ দিয়ে পুরোদমে বোলিং এ্যাকশনের পরীক্ষা দিতেই মনোযোগী সানি। দেশ ছাড়ার আগে তাসকিন বলেছিলেন, ‘আমরা ইতিবাচক চিন্তা নিয়েই অস্ট্রেলিয়ায় যাচ্ছি। আশা করছি ইতিবাচক ফল নিয়েই দেশে ফিরব। দেশের মাটিতে হতে যাওয়া পরের সিরিজেই ফিরব আশা আছে। গত চার থেকে পাঁচ মাস এ নিয়ে অনেক কাজ করেছি।’ তাসকিনের মতো সানিরও একই আশা। যদি কোনভাবে বোলিং এ্যাকশন শুদ্ধ প্রমাণিত এবারও না হয়, তাহলে কমপক্ষে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। আগামী বছর মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের বোলিং এ্যাকশনে ত্রুটি ধরেছেন আম্পায়াররা। এরপর ১৪ মার্চ চেন্নাইয়ে পরীক্ষা দেন দুইজনই। ১৯ মার্চই ফল এসে পড়ে। শুরুতে সানির বোলিং যে অবৈধ, তা জানিয়ে দেয় আইসিসি। এরপর তাসকিনের বোলিং এ্যাকশনও যে অবৈধ তা বলে দেয়। সেই থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই আছেন এ দুই বোলার। কেউ যদি বোলিং শুদ্ধ প্রমাণ করতে না পারেন তাহলে প্রথম পরীক্ষা দেয়ার দিন থেকে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন। আর শুদ্ধ হলেই মিলে যাবে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র। ফলাফলের জন্য অবশ্য সর্বোচ্চ ১৪ দিন অপেক্ষায় থাকতে হবে। বৃহস্পতিবার থেকে ১৪ দিনের মধ্যে আইসিসি ফলাফল জানিয়ে দেবে। তখনই বোঝা যাবে, পরীক্ষার ফল কী মিলল। আগামী ১১ সেপ্টেম্বর তাসকিন ও সানি দেশে ফিরে আসবেন। এরপর ফল মেলার অপেক্ষায় থাকবেন।
×