ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার লাঞ্ছিত ফুটবলার তাসলিমার বাবা

প্রকাশিত: ০৬:৩৫, ৯ সেপ্টেম্বর ২০১৬

এবার লাঞ্ছিত ফুটবলার তাসলিমার  বাবা

কুমিল্লায় গিয়ে স্কুল ফুটবলে অংশ নিতে রাজি না হওয়ায় মেয়েদের অভিভাবকদের সঙ্গে কথা কাটাকাটি স্কুলের শিক্ষকদের, নয় ফুটবলারকে স্কুল থেকে টিসি দিয়ে বহিষ্কারের হুমকি, তাসলিমার বাবাকে মারধর স্কুলের শরীরচর্চা শিক্ষক জোবেদের বিরুদ্ধে মামলা, আসামি পলাতক স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফুটবল দল। এই দলের ২৩ ফুটবলারের মধ্যে নয়জনই হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুলের। খেলা শেষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরতে গিয়ে বুধবার লোকাল বাসে (তাদের সঙ্গে বাফুফের কোন অভিভাবক বা প্রতিনিধি ছিল না) ইভটিজিংয়ের শিকার হয় মেয়েরা। সেই ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ঘটেছে আরেক অঘটন। এবার কলসিন্দুর নিবাসী ফুটবলার-গোলরক্ষক তাসলিমা আক্তারের বাবা সবুজ মিয়া (৪৫) প্রহৃত হয়েছেন। বুধবার রাতে স্থানীয় কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী তালুকদার তাসলিমার বাবাকে মারধর করেন। অনুসন্ধানে জানা গেছে, সকালে মেয়েদের এবং তাদের অভিভাবকদের ডেকে খোঁজ খবর নেন স্কুলের শিক্ষকরা। এ সময় সামনের স্কুল পর্যায়ের গ্রীষ্মকালীন ফুটবল খেলায় মেয়েদের অংশগ্রহণের কথা বলেন শিক্ষকরা। খেলার তারিখও জানিয়ে দেন তারা। ১৭ সেপ্টেম্বর, কুমিল্লাতে স্কুল পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। কিন্তু ওইদিনই ঢাকায় মেয়েদের বিশেষ সংর্বধনা দেয়ার কথা বাফুফের। ফলে সানজিদা-মারজিয়ারা কুমিল্লা গিয়ে খেলতে অপারগতা প্রকাশ করে। এতে সায় দেন তাদের পরিবারও। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তাদের শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে স্কুল এ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক জোবেদ তালুকদারের সঙ্গে তাসলিমার বাবা সবুজ মিয়ার বাগ্বিত-া হয়। এর জের ধরে বুধবার রাতে কলসিন্দুর বাজারে একটি দোকানের সামনে তাসলিমার বাবাকে মারধর করেন জোবেদ। এ সময় জোবেদ প্রাণনাশেরও হুমকি দেন বলে অভিযোগ করেন সবুজ মিয়া। জোবেদ মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার সঙ্গে তার (সবুজ মিয়া) ব্যক্তিগত সমস্যা রয়েছে। আরও জানা গেছে, স্কুলের শিক্ষকরা মেয়েদের অভিভাবকদের এই বলে হুমকিও দিয়েছেন ‘বন্ড সই দিয়ে আপনাদের মেয়েদের নিয়ে যান। ওরা আর কোনদিন স্কুলে পড়া তো দূরের কথা, নাম নিলেই ওদের জুতাপেটা করে দাঁত ভেঙ্গে দেয়া হবে।’ তাসলিমা জানায়, ‘সামনেই আমাদের কয়েকজনের টেস্ট পরীক্ষা। যদি আমাদের রেজিস্ট্রেশন না করে টিসি দিয়ে দেয়, তাহলে তো আর এসএসসি পরীক্ষা দিতে পারব না।’ এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, ‘এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে তাসলিমার বাবা ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক জোবদেকে ধরতে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।’ এদিকে কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন জানান, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ এ ঘটনায় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ওমর হায়াত খান নঈম ফুটবলার তাসলিমার বাবাকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন।
×