ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

দুই কোটি টাকার ইয়াবাসহ আটক এক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে দুই কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার ৫১ হাজার ৬শ’ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র‌্যাব। টেকনাফ থেকে ইয়াবার এক বড় চালান আসছে খবর পেয়ে ইয়াবাবহনকারী ওই মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। আটক বেলাল আহমদ রামুর পানিরছড়ার শহর আলীর পুত্র। পরে ইয়াবাবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং দুটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। চট্টগ্রাম চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে ২৬ হাজার ৩৫৩ ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫ সাজাপ্রাপ্তসহ ১৩৪ আসামিকে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। সিএমপি সূত্রে জানানো হয়, বিশেষ এ অভিযানে ইয়াবা ছাড়াও উদ্ধার হয়েছে ৩৮০ লিটার মদ, সাড়ে ৫ কেজি গাঁজা ও কিছু হেরোইন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৪৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১২৬টি মামলা সিএনজি অটোরিক্সা সংক্রান্ত। জামায়াত শিবিরসহ আটক ৪০ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগর পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। দুপুরে আরএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ৯ জন, রাজপাড়া থানায় ৮ জন, মতিহার থানায় ২০ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি পুলিশ ১ জনকে আটক করে। এর মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জন জামায়াত-শিবির কর্মী, ৫ জন মাদক বিক্রেতা, ৬ জন মাদকসেবী রয়েছে। আটক জামায়াত-শিবিরকর্মীরা হলো জাহিদ হাসান, হাসান আলী, হোসাইন আলী, ফরিদুল ইসলাম ওরফে তরিকুল, জেবর আলী, সানাউল্লাহ, তৌহিদ, বাবুল আহম্মদ ওরফে ফিরোজ, শুকুর আলী ও শাহাবুল আলম। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবির দুই সদস্য বরখাস্ত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও এক কনস্টেবলকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, ডিবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস ছালাম ও কনস্টেবল মোঃ ছালাম। বৃহস্পতিবার দুপুরে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফরহাদ সরদার জানান, সম্প্রতি এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা ও ৬০ বোতল ফেনসিডিলসহ আটকের পর তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে ওই দুইজনকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যক্রম পরিচালনা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার সকালে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া কলেজ এলাকায় একরামুলের বাসায় বিদ্যুতষ্পৃষ্ট হয়ে মহব্বত হোসেন(২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার মধ্যপাড়ার খোকার ছেলে। জানা গেছে, মহব্বত একরামুলের বাড়িতে রাজমিস্ত্রির সঙ্গে শ্রমিকের কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত তার হাত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। মুক্তিযোদ্ধা সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথির ভাষণ দেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামানের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সদরের ইউএনও সুরাইয়া জাহান, মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, মতিউল ইসলাম, খন্দকার দেলোয়ার হোসেন মিলন ও সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও মুক্তিযোদ্ধাদের করণীয় সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। খুলনায় চার প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় কয়েকটি কেমিক্যাল ও কসমেটিক্সের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র‌্যাব যৌথভাবে বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে। এ সময় মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ও র‌্যাবের ডিএডি তহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। কুমার নদে ভার্সিটি ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ সেপ্টেম্বর ॥ বন্ধুদের সাথে কুমার নদে গোসল করতে নেমে ঢাকার স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনার্স (ইংরেজী) শেষ বর্ষের ছাত্র নাজমুছ শাকিব (২২) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে শহরের পশ্চিম আলীপুর এলাকায়। শাকিব ওই একই এলাকার বাসিন্দা জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের ফার্স্ট এ্যাসিসটেন্ট জেনালের ম্যানেজার (এফএজিএম) আনিসুর রহমানের একমাত্র ছেলে। জানা গেছে, শাকিব ঈদের ছুটিতে ফরিদপুর এসেছিল। দুপুর একটার দিকে অন্য চার বন্ধুর সাথে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নেমে ডুবে যায় শাকিব।
×