ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৬

পাবনায় কৃষকের  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৮ সেপ্টেম্বর ॥ আতাইকুলা থানার ভিন্নগ্রাম মাঠ থেকে মাহমুদ আলী (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহমুদ উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। জানা গেছে, বুধবার রাতে ভিন্নগ্রামের একটি মাঠে নিজের জমিতে পানি সেচ দেয়া দেখতে যান কৃষক মাহমুদ আলী। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই মাঠে জমির আইলে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় পরিবারের স্বজনেরা। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কলাপাড়া পৌর শহরের এতিমখানা মহল্লায় খালি বাসা থেকে মাদ্রাসা ছাত্রী মিমের (৯) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে মিমের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মিমের মা লাইলী বেগম বাজারে কেনাকাটার জন্য বের হয়। এসে ঘরের চৌকির উপরে মিমকে নিথর অবস্থায় দেখতে পায়। স্কুল বন্ধ রাখায় দুই শিক্ষককে শোকজ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ সেপ্টেম্বর ॥ আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ রাখার অভিযোগে কারণ দর্শানো নোটিস (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ওই দুই শিক্ষক হলেন, কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবনী খানম ও ইয়াসমিন। ওই দুই শিক্ষক বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রথম ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে নিজেদের ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ চসিক মেয়রের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে নির্দিষ্ট স্থানে কোরবানি পশু জবাই এবং বর্জ্যগুলো যত্রতত্র না ফেলে নিকটস্থ ডাস্টবিন বা সহজে অপসারণযোগ্য স্থানে ফেলার জন্য অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি জানান, কোরবানির দিন সকাল থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে, যা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি সর্বক্ষণিকভাবে এ কার্যক্রম মনিটরিং করবে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, কোরবানির পশু সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে জবাইকরণ, নাড়ি-ভুঁড়ি যত্রতত্র, সড়ক-ফুটপাথ, খাল-বিল, নালা-নর্দমা, ডোবা-জলাশয় ইত্যাদিতে না ফেলে নিকটস্থ ডাস্টবিন, কন্টেনার বা কর্পোরেশনের আবর্জনাবাহী গাড়ি সহজে অপসারণ করতে পারে এমন স্থানে বর্জ্য রাখার অনুরোধ করেছেন মেয়র। ল্যাপটপ বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ৭৪টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ৪৫টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশোক কুমার সমাদ্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বাগেরহাট প্রাথমিক শিক্ষা অফিসের অডিটরিয়ামে এ সময় বক্তব্য দেন, ডিডিএলজি শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রশীদ, এডিপিও আশরাফুল আলম প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার পূর্ব বাপ্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বাপ্তা ইউনিয়নের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসক সেলিম উদ্দিন এসব উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
×