ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থদের চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৬

খুলনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থদের চাল আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ৭ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে একটি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। এদিকে থানা পুলিশ ভৈরব নদীর একটি ট্রলার থেকে ৬৬ বস্তা চাল উদ্ধার করেছে। জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে বিতরণের জন্য ৫২ দশমিক ২২ টন চাল বরাদ্দ দেয়া হয়। গত ৪ সেপ্টেম্বর ওই ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ফুলতলা সরকারী খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করেন। এসময় ওই চাল হতে তিনি ১৪০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) গোপনে বিক্রি করে দেন। এই খবর জানাজানি হলে বৃহস্পতিবার সকালে গোপনে অন্য স্থান থেকে চাল এনে ইউনিয়ন পরিষদ গুদামে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময়ে স্থানীয় জনগণ বিষয়টি প্রশাসনকে অবহিত করে। এর পর পুলিশ ভৈরব নদের সেনহাটি ইউনিয়ন পরিষদ ঘাটে একটি ট্রলার থেকে ৬৬ বস্তা চাল উদ্ধার করে। এ সময়ে থানা পুলিশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পুলিশকে জানান, ফুলতলার সরকারী খাদ্য গুদাম থেকে আগের দিন চাল কম আনা হয়েছিল। সেই চাল আনা হয়েছে। এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনহাটি ইউনিয়ন পরিষদের গুদাম পরিদর্শন করেন। এ সময় ওই ইউনিয়নের অনুকূলে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডধারীদের চাল প্রায় ৭ টন কম পাওয়া যায়। তাই গুদামে রক্ষিত ৮৯৬ বস্তা চাল সিলগালা করে দেয়া হয়েছে।
×