ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়-ঢাকা ট্রেন দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৬

পঞ্চগড়-ঢাকা ট্রেন দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় থেকে জানান, অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার সাত বছর আগে শুরু করে দিনাজপুর-পঞ্চগড় ব্রডগেজ ও মিটার গেজ (ডুয়েল গেজ) রেললাইন আধুনিকায়নের কাজ। এ বছরের শুরুর দিকে তা শেষও হয়। কিন্তু সবকিছু প্রস্তুতও ছিল। গত ৩ আগস্ট পঞ্চগড় থেকে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল উদ্বোধন হওয়ার কথা ছিল। এ নিয়ে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু কোন অদৃশ্য অশুভ শক্তির ক্ষমতায় শেষ পর্যন্ত একতা ও দ্রুতযান নামে দুটি আন্তঃনগর ট্রেন পঞ্চগড় থেকে চালু না করে পরবর্তীতে ৩ সেপ্টেম্বর দিনাজপুর-ঢাকা রুটে উদ্বোধন করা হয়। এতে হতাশ হয়ে পড়েন পঞ্চগড়ের হাজারো মানুষ। বৃহস্পতিবার পঞ্চগড় জেলা নাগরিক কমিটির ব্যানারে পঞ্চগড় থেকে আন্তঃনগর চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। পঞ্চগড়-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু হলে উন্নয়নের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে বলে উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে। এতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৩০ জানুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে পঞ্চগড়-ঢাকা রেল পথকে ব্রডগেজে রূপান্তর এবং আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেন। ইতোমধ্যে অবকাঠামো, সড়ক উন্নয়নসহ যাবতীয় কাজ সমাপ্তও হয়েছে।
×