ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মদিবস শেষ

ট্রেন-যাত্রী একাকার

প্রকাশিত: ০৬:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৬

ট্রেন-যাত্রী একাকার

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ ঈদে বাড়িফেরা। তাই ট্রেনযাত্রী একাকার। আর আরামদায়ক ভ্রমণের নামই হচ্ছে ট্রেন যাত্রা। গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাতে বৃহস্পতিবার বিকেল থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি ট্রেন ছিল তিল ধারণের বাইরে। কারণ আজ শুক্রবার থেকে অফিস-আদালত, শিল্প কারখানা সবই বন্ধ। ফলে অধিকাংশ যাত্রীই বৃহস্পতিবার বিকেলের ট্রেনে যাত্রা শুরু করেছে। তবে সকালের ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রী ছিল সহনীয় শেষ কর্মদিবসের কারণে। এদিকে, আন্তঃনগর ট্রেন হলেও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ১০টি ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। অগ্রিম টিকেট কেনা যাত্রীদের অবস্থা ছিল চরম অসহনীয় পর্যায়ে। কারণ স্ট্যান্ডিং টিকেট ও টিকেটবিহীন যাত্রীরা ট্রেনের এমন কোন স্থান বাদ রাখেনি। ইঞ্জিনের সামনে থেকে শুরু করে ট্রেনের ছাদে, কোচের সিঁড়িতে এমনকি দুটি কোচের সংযোগস্থলেও যাত্রীরা উঠেছে। ফলে আসনধারী যাত্রীরা দাঁড়িয়ে থাকাদের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হলেও ঈদ যাত্রার কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না। চট্টগ্রাম থেকে প্রতিদিন গড়ে ঈদ যাত্রার প্রায় ১৫ হাজার যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনে চড়ে যাচ্ছে। চট্টগ্রাম স্টেশন থেকে তিনটি রেল রুটে এসব যাত্রী নাড়ির টানে বাড়ি ফিরছে। এবার সবচেয়ে বেশি যাত্রীর টিকেটের চাহিদা ছিল ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে। এছাড়াও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বরিশালমুখী হওয়ায় এ ট্রেনে যাত্রীদের আসন টিকেটের চাহিদা মেটাতে পারেনি রেল কর্তৃপক্ষ। অপরদিকে, সিলেটগামী দুটি আন্তঃনগর ট্রেনের মধ্যে উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রীর সংখ্যা ট্রেনের ধারণক্ষমতার চেয়ে প্রায় তিনগুণ। তবে ঢাকামুখী ৫টি আন্তঃনগর ট্রেনের মধ্যে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকেটের চাহিদাও পূরণ করতে পারেনি রেল কর্তৃপক্ষ। এছাড়া বাকি ৪টি আন্তঃনগর ও একটি এক্সপ্রেস ট্রেনের টিকেট যাত্রার দিন স্ট্যান্ডিং টিকেট বিক্রি হচ্ছে। চট্টগ্রাম থেকে এবার ট্রেনে চড়ে ঈদ যাত্রায় গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে প্রায় দেড়লাখ যাত্রী। এর মধ্যে আসনবিহীন অবস্থায় প্রায় ৫০ হাজার যাত্রী চট্টগ্রাম ছাড়বেন বলে ধারণা করছেন রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়। ২৯ আগস্টের টিকেটে যাত্রীরা ৭ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে। সে অনুযায়ী ৫ দিনের অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রমে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭৫ হাজার যাত্রী চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর ও একটি এক্সপ্রেস ট্রেনসহ মোট ১১টি দ্রুতগামী ট্রেনে যাত্রা শুরু করেছে। এছাড়াও চট্টগ্রাম-লাকসাম ও চট্টগ্রাম-চাঁদপুর রুটে চারটি ঈদ স্পেশাল ট্রেন চালু হবে কাল। ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেন অতিরিক্ত হিসেবে চলাচল করবে। অপরদিকে, ঈদের পরদিন থেকে সাতদিন এসব স্পেশাল ট্রেন যাত্রীদের সুবিধার্থে চলাচল করবে বলে পরিচালন বিভাগ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে পূর্বাঞ্চলীয় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান জানান, সব ট্রেনেই যাত্রীদের প্রচুর ভিড়। ঈদ যাত্রার কারণে স্পেশাল ট্রেনও চালু করা হয়েছে।
×