ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সহায়তা চেয়েছেন রাসিক মেয়র

প্রকাশিত: ০৬:৩১, ৯ সেপ্টেম্বর ২০১৬

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সহায়তা চেয়েছেন রাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কোরবানির ঈদের দিনই পশুর বর্জ্য দ্রুত অপসারণে নগরবাসীর সহায়তা চেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানান তিনি। মেয়র বলেন, ঈদ-উল-আযহার দিনে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ২৫৪টি কেন্দ্র কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এ সকল কেন্দ্রে এসে কোরবানির পশু জবাই করতে হবে। যাতে মুহূর্তের মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়। এ বিশাল কার্যক্রম সফল করার জন্য কাউন্সিলররাও ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। তিনি বলেন, নগরীতে ঈদ-উল-আযহার দিনেই কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণ করা হবে। কোরবানির বর্জ্য ঈদ-উল-আযহার দিনে বিকেল ৪টা থেকে শুরু করে রাত ২টার মধ্যেই অপসারণ শেষ করা হবে।
×