ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরাদ্দকৃত জমি রক্ষায় বিধবা রাশীদা দ্বারে দ্বারে ঘুরছেন

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৬

বরাদ্দকৃত জমি রক্ষায় বিধবা রাশীদা দ্বারে দ্বারে ঘুরছেন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ সেপ্টেম্বর ॥ বিধবা রাশীদা বেগমকে সরকার পুনর্বাসনের জন্য খাস জমি দিলেও একটি প্রভাবশালী মহল তা দখলে মরিয়া। ইতোমধ্যে রাশীদা বেগমকে ভূমি প্রশাসন থেকে জমি বুঝিয়ে পিলার বসিয়ে দেয়। তাও উপড়ে ফেলা হয়েছে। বর্তমানে অসহায় এ মহিলা প্রতিকারের জন্য ঘুরছেন দ্বারে দ্বারে। এ ঘটনায় রাশীদা বেগম ইউনুচ ফকির, মির্জা আবু মাসুদকে অভিযুক্ত করেছেন। দিয়েছেন লিখিত অভিযোগ। রাশীদা জানান, ভূমিহীন বিধবা হওয়ায় তাকে এক একর জমি বন্দোবস্ত দেয়া হয়। সর্বশেষ ভূমি অফিস থেকে ২০১৬ সালের ২৬ আগস্ট রাশীদাকে জমি মাপজোক করে পিলার পুঁতে দেয়া হয়। রাশীদার অভিযোগ রাতের আঁধারে আসামিরা জমির পিলার উপড়ে ফেলেছে। জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫০ সংবাদদাতা, রংপুর, ৮ সেপ্টেম্বর ॥ রংপুরে চার্জশীটভুক্ত তিন জামায়াত কর্মীসহ ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফরুক জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।
×