ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ টাকা দরে চাল পেয়ে খুশি হতদরিদ্র মানুষ

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৬

১০ টাকা দরে চাল  পেয়ে খুশি হতদরিদ্র মানুষ

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ জোড়গাছ গ্রামের চল্লিশোর্ধ দিনমজুর নয়ামিয়া একই গ্রামের আবদুল আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে এসেছিলেন থানার হাটের এ ইউ পাইলট স্কুলের মাঠে। খুব খুশি তারা। কারণ ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল নিতে পারবে। বিশ^াস করতে পারছে না দিনমজুর শ্রেণীর মানুষরা। শুধু জোড়গাছ গ্রামের এ দুজন নন সরকার পাড়া গ্রামের আমজাদ মিয়া, চিলমারীর আবদুল মতিন, নয়ার হাটের রুপচান আলী সবাই হতদরিদ্র মানুষ। শেখ হাসিনাকে দেখতে এসেছেন। কিন্তু মাঠে ঢোকার অনুমতি পায়নি তাই থানাহাট বাজারেই তার ভাষণ শুনে ভীষণ খুশি। বছরের পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাবেন তারা। এ সময় তাদের হাতে কাজ কম থাকে। কিছুটা অভাব দেখা যায়। তারা দোয়া করলেন তাদের প্রধানমন্ত্রী যেন আরও যুগ যুগ বেঁচে থাকেন। ভীষণ খুশি দিনমজুর শ্রেণীর এ মানুষরা। তারা আরও বলেন, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা সম্ভব হয়েছে। কারণ নির্বাচনের সময় এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তা রক্ষা করলেন।
×