ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেটব্লু প্লেনের কম্বলে আগুন দেয়া নারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৭, ৯ সেপ্টেম্বর ২০১৬

জেটব্লু প্লেনের কম্বলে আগুন দেয়া নারী  গ্রেফতার

যুক্তরাষ্ট্রের জেটব্লু এয়ারওয়েজের একটি প্লেনের কম্বলে আগুন দেয়ায় এক নারী যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারী জেটব্লু’র ৭৩৫ নম্বর ফ্লাইটের দু’টি কম্বলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার তাকে আটক করা হলেও বুধবার সে ঘোষণা দেয় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। খবর ইয়াহু নিউজের। এক বিবৃতিতে গ্রেফতার করা নারীর নাম ইদিয়ালিজ গোমেজ বলে জানানো হয়। সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের স্বল্প খরচের এয়ারলাইন্স জেটব্লু’র ওই প্লেনটি সে সময় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিল। এটি পুয়ের্তো রিকোর উদ্দেশে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ইদিয়ালিজ দু’টি কম্বলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আটক করেন এফবিআই সদস্যরা। তবে তিনি কেন আগুন ধরিয়েছিলেন অথবা এটা নাশকতা ছিল কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। অপমান সত্ত্বেও ফিলিপিন্সের নেতার সঙ্গে সাক্ষাত ওবামার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের সঙ্গে বুধবার এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন। উভয় দেশের সরকারপক্ষ এ কথা জানিয়েছে। এর আগে ‘বেশ্যার সন্তান’ বলে গালি দেয়ায় দুতের্তের সঙ্গে ওবামা তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছিলেন। খবর এএফপির। লাওসে এ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) সম্মেলন চলাকালে জাঁকজমকপূর্ণ নৈশভোজের আগে উভয় নেতার এ সাক্ষাতপর্ব অনুষ্ঠিত হয়। দুতের্তের সফরসঙ্গী ও ফিলিপিনো পররাষ্ট্র সচিব পারফেক্টো ইয়াসি সাংবাদিকদের বলেন, হোল্ডিং রুমে (সম্মেলন কক্ষে) তারা মিলিত হন। সবার শেষে তারা হোল্ডিং রুম ত্যাগ করেন। তবে তাদের এ সাক্ষাত কতক্ষণ ধরে চলে তা আমি বলতে পারব না। শেষ পর্যন্ত তাদের সাক্ষাত হয়েছে তাতেই আমি খুশি। এদিকে হোয়াইট হাউসের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, আসিয়ান সম্মেলনের জাঁকজমকপূর্ণ নৈশভোজের আগে উভয় নেতা সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। উভয় নেতার মধ্যে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুতের্তে তাকে ‘বেশ্যার সন্তান’ বলে গালি দেন ও তার সমালোচনা করেন। ১৩০০ বছরের প্রাচীন গাছ! চীনের হুনান প্রদেশের ইয়ংঝু এলাকার শুনহুয়াংশান ন্যাশনাল ফরেস্ট পার্কের ভেতর খোঁজ পাওয়া গেছে প্রাচীন এক বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ। যার বয়স ১৩ শ’ বছরেরও বেশি। প্রাচীন গাছের সুমারি করার সময়ে পাওয়া গাছটির বৈজ্ঞানিক নাম ‘টাক্সাস চিনেনসিস’। গাছটির উচ্চতা ৩৫ মিটার ও কা-ের ব্যাসার্ধ ২ দশমিক ২ মিটার। এই প্রজাতির গাছ ২৫ লাখ বছর ধরে পৃথিবীতে রয়েছে। গরম ও আর্দ্র পরিবেশে বেঁচে থাকতে পারে এটি। - টেক টাইমস অভিনব শাস্তি... পাকিস্তানের পেশোয়ার এলাকায় একটি বটগাছকে ১১৮ বছর ধরে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ১৮৯৮সালে লান্ডি কোটাল সেনা ক্যান্টনমেন্ট এলাকার এই গাছটিকে এক ব্রিটিশ সেনা নেশার ঘোরে তার দিকে এগিয়ে আসতে দেখেই বন্দী করেন। ব্রিটিশদের কবল থেকে মুক্ত হলেও কোন পরিবর্তন হয়নি গাছটির। এখনও গাছটির গায়ে সাঁটানো বোর্ডে লেখা রয়েছে ‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’। - হাফিংটন পোস্ট
×