ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার ভুল ছিল ॥ হিলারির স্বীকারোক্তি

সেনাবাহিনীর সমালোচনায় ট্রাম্প

প্রকাশিত: ০৫:৫৭, ৯ সেপ্টেম্বর ২০১৬

সেনাবাহিনীর সমালোচনায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে আমেরিকার জেনারেলরা ধ্বংসাবশেষে পরিণত হয়েছেন। নবেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি তাদের কাউকে বরখাস্ত করবেন বলেও আভাস দেন। এটি তার অস্বাভাবিক কড়া ভাষায় সেনাবাহিনীর সমালোচনা। খবর ডেইলি মেইলের। ট্রাম্প টেলিভিশনে সম্প্রচারিত এক জাতীয় নিরাপত্তা ফোরামে ঐসব মন্তব্য করেন। সেখানে তিনি ও তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন প্রত্যেকেই কমান্ডার-ইন-চীফ পদের জন্য তাদের অভিজ্ঞতা ও বিচারবুদ্ধি সম্পর্কে ৩০ মিনিট ধরে প্রশ্নাদির জবাব দেন। যদিও প্রার্থীরা কখনও কোন মঞ্চে একসঙ্গে উপস্থিত হননি, তবু তাদের একের পর অন্যের কথা বলা তাদের আগামী বিতর্ক কেমন হবে, সেটি সম্পর্কে আগাম ধারণা প্রদান করে। টসে জয়ী হয়ে হিলারিই প্রথম মঞ্চে আসেন এবং তার বছরের পর বছর ধরে সরকারী দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্নাদির দ্রুত বিস্তারিত জবাব দিতে থাকেন। তিনি একথা পুনর্ব্যক্ত করেন যে, তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ব্যক্তিগত ইমেল এ্যাকাউন্ট ও প্রাইভেট সার্ভারের ওপর নির্ভর করা এবং ২০০৩ সালে ইরাক আক্রমণের পক্ষে তার ভোটদান ভুল ছিল। কিন্তু তিনি লিবিয়ায় একজন একনায়ককে উৎখাত করতে সহায়তার জন্য মার্কিন সামরিক হস্তক্ষেপের পক্ষে তার অবস্থান সমর্থন করেন, যদিও এতে শেষ পর্যন্ত অরাজকতা দেখা দেয়। হিলারি বলেন, আমি আমার কাজকর্মের পূর্ণ ইতিহাসের ভিত্তিকে আমার মূল্যায়ন করার অনুরোধ করছি। তার অতীত পদক্ষেপগুলোর দিকে বারবার দৃষ্টি দেয়ায় সময়ে সময়ে তিনি বিরক্ত হয়ে ওঠেন বলে দেখা যায়। তিনি নবেম্বরে জয়ী হলে তার পররাষ্ট্র নীতি কি হবে, তাতেই আলোচনা কেন্দ্রীভূত রাখার চেষ্টা করেন। তিনি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে ইরাক বা সিরিয়ায় আমেরিকান স্থলসৈন্য না পাঠানোর সংকল্প ব্যক্ত করেন। তিনি ইতোপূর্বে ট্রাম্পের কমান্ডার-ইন-চীফ হওয়া বিপজ্জনক হবে বলে উল্লেখ করেন। ট্রাম্পের হাতে পররাষ্ট্র নীতি বিশেষত ইসলামিক স্টেট সম্পর্কিত বিস্তারিত প্রস্তাব নেই এমন সমালোচনার জবাব দিতে তিনি তেমন কিছু করেননি। তিনি জোর দিয়ে বলেন, ঐ চরমপন্থী দলকে পরাজিত করতে তার এক নিজস্ব চিন্তাভাবনা রয়েছে এবং তিনি দায়িত্ব নেয়ার ৩০ দিনের মধ্যে সামরিক নেতাদের কাছে কোন পরিকল্পনা চাইবেন। সামরিক উপায় জানার জন্য তার অনুরোধ ও বর্তমান জেনারেলদের কড়া সমালোচনার মধ্যে সঙ্গতি আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা সম্ভবত ভিন্ন জেনারেল হবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভাল নেতা বলে ঘোষণা দিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের তার দেশের ওপর বিরাট নিয়ন্ত্রণ থাকায় তার প্রশংসা পুনর্ব্যক্ত করেন। এই প্রথমবার তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে সেনাবাহিনীতে যোগ দিয়েছে এমন ব্যক্তিদের আইনগত মর্যাদা দেয়ার পথ উন্মুক্ত করে দেন। ট্রাম্প বলেন, আমার মনে হয়, যখন আপনি সশস্ত্র বাহিনীতে কাজ করেন, তখন সেটি খুবই বিশেষ এক পরিস্থিতি। ট্রাম্প একজন ব্যবসায়ী এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে তার উল্লেখ করার মতো কোন অভিজ্ঞতা নেই। তিনি কমান্ডার-ইন-চীফ হলে তাকে যে অসংখ্য জটিল ইস্যুর মোকাবিলা করতে হবে, সেগুলোর জন্য তিনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রশ্নে তিনি অস্পষ্ট থেকে যান। তিনি তার সামরিক উপদেষ্টা দলের কথা বলেন, এবং তিনি একথাও বলেন, তার সাধারণ বিচারবুদ্ধি তাকে পররাষ্ট্র নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে মাত্র দু’মাস বাকি থাকার এ সময়ে জাতীয় নিরাপত্তার এ প্রতিদ্বন্দ্বিতায় অন্যতম মূল ইস্যু হয়ে দেখা দিয়েছে। উভয় প্রার্থীই সেই ইস্যু আরও ভালভাবে মোকাবিলা করতে পারবেন বলে মনে করছেন। হিলারি ট্রাম্পের আচরণের অস্থিরতার সঙ্গে তার অভিজ্ঞতার তুলনা করছেন। আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যুক্তি দেখাচ্ছেন যে যদি আমেরিকানরা ওবামার সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে, তবে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকানরা আরও দুশ্চিন্তার মধ্যে পড়বেন।
×