ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাপলের পানিরোধী আইফোন- ৭ বাজারে

প্রকাশিত: ০৫:৫৭, ৯ সেপ্টেম্বর ২০১৬

এ্যাপলের পানিরোধী আইফোন- ৭ বাজারে

যেমনটা গুজব ছড়িয়েছিল তার প্রায় সবই সত্যি প্রমাণ করে ঘোষণা এল আইফোন ৭-এর। এতে থাকছে না দীর্ঘদিনের প্রচলিত সাড়ে তিন মিলিমিটারের জ্যাকওয়ালা হেডফোন। গত কয়েক বছরের রেওয়াজ অনুসারে এবারও দুটি মডেলের আইফোনের ঘোষণা এল এবং এর নামও রেওয়াজ অনুসারে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস। খবর ইয়াহু নিউজ ও এএফপির। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় স্থানীয় সময় সকাল ১০টায় এ্যাপল সিইও টিম কুক মঞ্চে হাজির হয়ে শুরু করেন বহুল প্রতীক্ষিত কি- নোট। এ্যাপল তাদের নিজস্ব ওয়েবসাইটে এই অনুষ্ঠানের ভিডিও সরাসরি স্ট্রিম করে। তবে, বিশ্বের সবচেয়ে স্মার্ট নির্মাতা বলে বহুল বিবেচিত এই প্রতিষ্ঠানটি কিছু বিষয়ে আভাস আর চমক রেখেছে গ্রাহকদের জন্যও। আইফোন ৭ হবে পানিরোধী। প্লাস মডেল, যেটির পর্দার মাপ সাড়ে ৫ ইঞ্চি, তাতে যোগ করা হয়েছে দুটি পেছনের ক্যামেরা। যদিও গুজব ছিল এ্যাপল সম্ভবত থ্রিডি ভিডিও রেকর্ড করার জন্য দুটি ক্যামেরা রেখেছে। সিইও টিম কুক জানালেন পেছনের দুটি ক্যামেরার একটি ওয়াইড এ্যাঙ্গল এবং অপর ক্যামেরাটি টেলিফটো ছবি তোলার জন্য ব্যবহৃত হবে। ফোন থেকে ‘ফিজিক্যাল’ হোম বাটন সরিয়ে দেয়া হয়েছে। এর বদলে চাপ সংবেদনশীল টাচপ্যাডের মতো হোম বাটন যোগ করা হয়েছে। বলে রাখা ভাল, এই চাপ সংবেদনশীল হোম বাটন বাদে বাকি সব ফিচারই বাজারে প্রতিযোগী বিভিন্ন ফোনে আগেও ছিল। যেমন এলজির একাধিক মডেলে ডুয়াল ক্যামেরা ছিল, স্যামসাং ও সনির তৈরি একাধিক ফোনও পানিরোধী ছিল আগেই। একটি বিষয় চমক ছিল নতুন মডেলের আইফোনে। সম্ভবত এই প্রথম কোন মোবাইল ফোনের ক্যামেরায় ‘র’ ফরম্যাটে ছবি তোলার সুযোগ যোগ হল। খুব সহজ ভাষায় বলা চলে ‘র’ ফরম্যাট হল ক্যামেরায় ধারণ করা আলোর প্রতিটি সংকেত অবিকল সংরক্ষণ করা ফাইল যা থেকে জেপিইজি ছবি তৈরি করা সম্ভব হয়।
×