ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ফ্লোর কিনবে হা-ওয়েল টেক্সটাইল

প্রকাশিত: ০৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৬

নতুন ফ্লোর কিনবে হা-ওয়েল টেক্সটাইল

বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের পরিচালনা পর্ষদ অতিরিক্ত ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি কার পার্কিংয়ের জন্য অতিরিক্ত ফ্লোর কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, হা-ওয়েল টেক্সটাইল বনানীর আওয়াল সেন্টারে নাসা ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির কাছ থেকে ফ্লোর স্পেস কিনবে। অন্যদিকে কোম্পানিটি বসুন্ধরার উম্মে কুলসুম সেকেন্ড এ্যাভিনিউ রোডে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সপ্তম ফ্লোরে ২ হাজার ২১০ বর্গফুট জমি কিনবে। এই জমিটি এনডিডিএল খান লিগ্যাসি প্রকল্প থেকে কেনা হবে। ওই বিল্ডিংয়ে কোম্পানিটি কার পার্কিংয়ের জন্য নিচ তলায়ও জায়গা কিনবে। জানা গেছে, কোম্পানিটির জমি ও ফ্লোর স্পেস কিনতে এবং উন্নয়ন কাজে মোট ১ কোটি ৭৩ লাখ টাকা খরচ হবে। এই বিষয়ে কোম্পানিটি আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×