ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে ডিবিএইচ

প্রকাশিত: ০৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৬

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে ডিবিএইচ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং এ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সংশ্লিষ্ট ব্রোকার হাউস বা ডিপিকে আগামী ২০ অক্টোবরের আগেই মার্জিন ঋণধারীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সংশ্লিষ্ট ব্রোকার হাউসগুলোকে শেয়ারহোল্ডারদের নাম, বিওআইডি নম্বর, ক্লাইন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও কনটাক্ট নম্বর জমা দিতে হবে। উল্লেখ্য, এই কোম্পানির বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর, ব্যাংক হিসাব, বিও হিসাবের মোবাইল নম্বর আগামী ২৯ সেপ্টেম্বরের আগে হালনাগাদ করতে হবে। যাদের টিআইএন ১২ ডিজিট থাকবে তাদের লভ্যাংশে কর কাটা হবে ১০ শতাংশ। আর যাদের টিআইএন থাকবে না তাদের ১৫ শতাংশ করে কর দিতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×