ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়পুরে সয়াবিন উৎপাদনে রেকর্ড

প্রকাশিত: ০৫:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৬

রায়পুরে সয়াবিন উৎপাদনে রেকর্ড

লক্ষ্মীপুরের রায়পুরে এ বছর সয়াবিন উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে চলছে সয়াবিন বেচাকেনা। ট্রাকের পর ট্রাক বোঝাই সয়াবিন নিয়ে যাচ্ছে দেশের বড় বড় কোম্পানিগুলোতে। ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকরা। দেশের সয়াবিনের মধ্যে শতকরা ৭০ ভাগ সয়াবিন এ উপজেলায় উৎপাদন হয়। এ বছর ৪০ হাজার মেট্রিক টন সয়াবিন উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্মকর্তারা। বর্তমান বাজার অনুযায়ী যার দাম প্রায় ২৫০ কোটি টাকা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ উপজেলায় এ বছর ৮ হাজার ৩শ’ হেক্টর জমিতে সয়াবিনের চাষাবাদ করা হয়। অনাবৃষ্টি-অতিবৃষ্টি ও পোকা-মাকড়ের আক্রমণ থেকে রেহাই পাওয়ার কারণে এবার ফলন ভাল হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৮শ’ হেক্টর বেশি জমিতে চাষাবাদ করা হয়েছে। -সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর
×