ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ এখন বহু দেশের অনুকরণীয় মডেল ॥ প্রণব মুখার্জী

প্রকাশিত: ০৫:৫৩, ৯ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ এখন বহু দেশের অনুকরণীয় মডেল ॥ প্রণব মুখার্জী

বাংলাদেশ বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোকে দেখিয়ে দিচ্ছে ধাপে ধাপে কিভাবে উন্নতির স্তর অতিক্রম করতে হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে বাংলাদেশের বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার-কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা ও তাঁর সহধর্মিণী শেখ রেহেনা সম্প্রতি দিল্লীর রাষ্ট্রপতি ভবনে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। প্রণব মুখার্জী আরও বলেন, জাতিসংঘ নির্ধারিত বহু সূচকে বিশ্বের বহু দেশকে, এমনকি উন্নত দেশকে বাংলাদেশ অতিক্রম করে গেছে। দ্রুত বিকাশমান বাংলাদেশকে প্রত্যক্ষ করে বহু অনুন্নত ও মধ্য আয়ের দেশ বিশ্বাস ফিরে পাচ্ছে যে, বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করতে পারলে, তারা পারবে না কেন? প্রণব মুখার্জী বলেন, বাংলাদেশ আজ বহু দেশের অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে এবং বাংলাদেশ একদিন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হবেÑ এ স্বপ্ন আমি দেখি।-বিজ্ঞপ্তি
×