ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুর্বল নেটওয়ার্ক উন্নয়নে বড় কর্মসূচী হাতে নেয়া হয়েছে ॥ তারানা হালিম

দুই বছরের মধ্যে গ্রামেগঞ্জে পৌঁছে যাবে টেলিটক

প্রকাশিত: ০৫:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৬

দুই বছরের মধ্যে গ্রামেগঞ্জে পৌঁছে যাবে টেলিটক

স্টাফ রিপোর্টার ॥ নেটওয়ার্ক সম্প্রসারণ ও লোকবল বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটককে অন্য অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে তোলা হবে। নেটওয়ার্ক দুর্বল বলে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের গ্রাহকরা বাধ্য হয়ে অন্য অপারেটরে চলে যাচ্ছেন। টেলিটকের দুর্বল নেটওয়ার্ক উন্নয়নে বড় কর্মসূচী হাতে নেয়া হয়েছে। একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর গুলশানে বৃহস্পতিবার টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান। তারানা হালিম বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত গ্রামগঞ্জে সরকারী মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন খাত থেকে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যেই ৬১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা সম্ভব হবে। জনবল সঙ্কটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। নতুন করে দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে। ৭শ’ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। সর্বশেষ তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে। এই প্রকল্প প্রস্তাবটি একনেকে তোলা হবে। এই প্রকল্প অনুমোদনের পর প্রকল্পের কাজ শেষ হলে যে কোন অপারেটরের সঙ্গে টেলিটক প্রতিযোগিতায় নামতে সক্ষম হবে। টেলিটক দেশীয় কোম্পানি। দেশের মানুষ টেলিটক ব্যবহার করতে আগ্রহী। কিন্তু সেবার মান ও নেটওয়ার্ক দুর্বলের কারণে মানুষ অন্য অপারেটর বেছে নিচ্ছে। ভবিষ্যতে যাতে টেলিটকের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয় সেই লক্ষ্য নিয়েই কয়েক ধাপে টেলিটককে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সব ক’টি প্রকল্প বাস্তবায়ন হলে ইউনিয়ন, গ্রাম পর্যায়ে থ্রিজি সেবা পৌঁছে দেয়া যাবে। এমন কি ভবিষ্যতে ফোর জি সেবার বিষয়টি চলে আসলে তখন টেলিটক ফোর জি সেবাও দিতে পারবে। এ ছাড়া ফেসবুকের এক ফলোয়ারের অব্যাহত অনুরোধে সাড়া দিয়ে আসন্ন ঈদেই ৫০ টাকায় এক জিবি ইন্টারনেট এক মাসের মেয়াদসহ চালুর জন্য টেলিটক কর্মকর্তাদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে দু’টি ডাটা কার্ড সেবারও উদ্বোধন করেন তিনি। এগুলো হলো- ৯ টাকায় ৫০ এমবি, ১৯ টাকায় ১২৫ এমবি। ঈদ উপহার হিসেবে টেলিটকের গ্রাহকরা আজ থেকেই এই সুবিধা পাবেন। টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে কর্তৃপক্ষ বেশ আগে থেকেই কাজ করে যাচ্ছে।
×