ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মোবাশ্বের আলী স্বর্ণপদক পেলেন অধ্যাপক আনিস ও মান্নান

প্রকাশিত: ০৫:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৬

মোবাশ্বের আলী স্বর্ণপদক পেলেন অধ্যাপক  আনিস ও মান্নান

স্টাফ রিপোর্টার ॥ বহু গুণে গুণান্বিত এক ব্যক্তিত্ব শিক্ষাবিদ অধ্যাপক মোবাশ্বের আলী। শিক্ষাবিদ পরিচয়ের পাশাপাশি সাহিত্যিক সমালোচক, অনুবাদক ও গবেষক হিসেবেও রেখেছেন সাফল্যের স্বাক্ষর। বায়ান্নর ভাষা আন্দোলনে অবতীর্ণ হন ভাষাসংগ্রামীর ভূমিকা। প্রয়াত এই কীর্তিমান মানুষটির নামাঙ্কিত মোবাশ্বের আলী স্বর্ণপদক পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। দেশের শিক্ষা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই দুই শিক্ষাবিদকে প্রদান করা হয় এই সম্মাননা। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মোবাশ্বের আলী ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানম-ির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ক্যাম্পাসে মিলনায়তনে আনুষ্ঠানিকতার মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. আব্দুল ওয়াহাব এবং বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইয়াসমিন আরা লেখা। পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ-নজরুল থেকে শুরু করে দেশের বরেণ্য কবিদের নিয়ে মোবাশ্বের আলী অনেক গবেষণা করেছেন। গবেষণার মাধ্যমে তিনি আমাদের সামনে রবীন্দ্রনাথ-নজরুলকে নতুন করে তুলে ধরেছেন। তিনি আরও বলেন, পুরস্কার তো অনেক পাওয়া যায়। কিন্তু আজকের এমন গুণীজনের নামাঙ্কিত পদক পাওয়া বিশেষ কিছু। অধ্যাপক আবদুল মান্নান বলেন, আমার জন্য এটা এক বিরল সম্মাননা। হয়ত আমি এটা পাওয়ার উপযুক্ত নই। তবু মোবাশ্বের আলী ফাউন্ডেশন আমাকে এই সম্মাননায় ভূষিত করায় আমি কৃতজ্ঞ। প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, মোবাশ্বের আলীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। সেই সূত্রে আমি প্রায়ই তাঁর বাসায় যেতাম। যখনই তাঁর বাসায় গিয়েছি দেখেছি তিনি কোন না কোন গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর সেই নিরলস ও নিবিষ্ট চিত্তের গবেষণা দেখে আমি বিস্মিত হতাম। তিনি আরও বলেন, মোবাশ্বের আলীর নামাঙ্কিত এই স্বর্ণপদক প্রদান সমাজের জন্য বিশেষ গুরুত্ববহ। আশা করি এটা অব্যাহত থাকবে। আয়োজনের শুরুতে পদকপ্রাপ্ত দুই গুণীজনের জীবনবৃত্তান্ত পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এই সম্মাননা প্রদান প্রসঙ্গে মোবাশ্বের আলী ফাউন্ডেশনের সভাপতি সৌরভ জাহাঙ্গীর বলেন, ২০১৪ সাল থেকে আমরা প্রতি দুই বছর পরপর এই পদক দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এবার দ্বিতীয়বারের মতো এই পদক প্রদান করা হলো। প্রশিক্ষণ দিতে খেলাঘরের প্রতিনিধিদ্বয়ের ভারত সফর ॥ সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেয়ার জন্য খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লীর দুই সদস্য নাট্যশিল্পী গোবিন্দ বাগচী এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সঙ্গীতশিল্পী অনিকেত আচার্য আজ শুক্রবার ভারত যাচ্ছেন। শনি ও রবিবার তাঁরা দু’জন ২০১৬ সালের সব পেয়েছির আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে নবমিতালী সব পেয়েছির আসরের ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সব পেয়েছির আসরের কর্মী ও সোনারকাঠী ভাই-বোনরা এই কর্মশালায় প্রশিক্ষণ নেবেন। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার এবং সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ প্রতিনিধিদ্বয়ের সাফল্য কামনা করেছেন।
×