ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলসিন্দুর স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেয়ার হুমকি নারী খেলোয়াড়দের

প্রকাশিত: ০৫:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৬

কলসিন্দুর স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেয়ার হুমকি নারী খেলোয়াড়দের

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনা কলসিন্দুর স্কুলপড়ুয়া এএফসি অনুর্ধ-১৬ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন দলের ৯ খেলোয়াড় এলাকায় ফিরে চরম লাঞ্ছনার শিকার হয়েছেন। খেলোয়াড়দের দেখে নেয়া এবং টিসি দিয়ে বের করে দেয়ার হুমকি দেন খোদ কলসিন্দুর হাইস্কুলের শিক্ষকরা। খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সঙ্গে স্কুলের শিক্ষকরা চরম দুর্ব্যবহার করেছেন। খেলোয়াড় তাসলিমার বাবা সবুজ মিয়াকে (৪০) মারধরও করেছেন কলসিন্দুর হাইস্কুলের শরীরচর্চা শিক্ষক জোবেদ তালুকদার। বুধবার বিকেলে ও রাতে আলাদা দুটি ঘটনায় ধোবাউড়ার কলসিন্দুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মারধরের ঘটনায় হামলাকারী শিক্ষককে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ধোবাউড়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে। গত মঙ্গলবার ঢাকা থেকে সড়কপথে লোকাল বাস সার্ভিসে বিড়ম্বনা ও দুর্ভোগ নিয়ে বাড়িতে ফেরার পথে বাসের ভেতর কতিপয় যাত্রীর আপত্তিকর মন্তব্য শুনতে হয় খেলোয়াড়দের। এই ঘটনায় সারাদেশে নিন্দা ও ক্ষোভের রেশ কাটতে না কাটতেই গত বুধবারের ঘটনায় হতবাক ও বিস্মিত হয়ে পড়েছেন ক্রীড়মোদীরা। জানা যায়, বুধবার বিকেলে কলসিন্দুর হাইস্কুল এ্যান্ড কলেজের শিক্ষকরা তাদের স্কুলের শিক্ষার্থী অনুর্ধ-১৬ নারী ফুটবল দলের ৯ খেলোয়াড় এবং তাদের অভিভাবকদের নিয়ে সভা করেন। সভায় বিভিন্ন প্রসঙ্গ আলোচনা শেষে মেয়েদের ৪৫তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের হয়ে মেয়েদের আগামী ১৮ সেপ্টেম্বর কুমিল্লায় যাওয়ার নির্দেশ দেন শিক্ষকরা। এ সময় মেয়েরা জানায়, তাদের ১৭ সেপ্টেম্বর ঢাকায় একটি সংবর্ধনা রয়েছে। এছাড়া বাফুফে এখন অন্য খেলা খেলতে নিষেধ করেছে। তাই তাদের কুমিল্লা যাওয়া সম্ভব নয়। মেয়েদের অভিভাবকরাও মেয়েদের কথায় সমর্থন দেন। স্কুলের হয়ে খেলতে অপারগতা প্রকাশ করায় উপস্থিত শিক্ষকরা সভাস্থলেই খেলোয়াড় মেয়েদের গালিগালাজ করা শুরু করেন। একপর্যায়ে তুই তুকারি করে মেয়েদের দেখে নেয়া এবং টিসি দিয়ে বের করে দেয়ার হুমকি দেন শিক্ষকরা। শিক্ষকদের মারমুখী আচরণের মধ্যে সভা শেষ হয়। সভায় মেয়েদের প্রতি অশালীন আচরণ করেন স্কুলের শরীরচর্চা শিক্ষক জোবেদ তালুকদার। বিকেলের ঘটনার পর রাতে কলসিন্দুর বাজারে কয়েক অভিভাবক এক দর্জির দোকানে বসে নিজেদের মাঝে কথা বলছিলেন। সেখানে কয়েক অভিভাবক স্কুলের শিক্ষকদের বাড়াবাড়ির বিষয়টিও আলোচনা করেন। অভিভাবকদের আলোচনা-সমালোচনার বিষয়টি কাছেই থাকা স্কুলের শরীরচর্চা শিক্ষক জোবেদ আলীর কানে যায়। এরপর জোবেদ আলী কয়েক সহযোগীসহ বাজারে ওই দর্জির দোকানে এসে অভিভাবকদের গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাসলিমার পিতা সবুজ মিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে কিলঘুষি মারেন। পরে স্থানীয় লোকজন তাকে নিবৃত্ত করেন। এই ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। থানা পুলিশ বিষয়টিকে প্রথমে কোন গুরুত্ব না দিলেও গণমাধ্যমকর্মীদের খোঁজখবর নেয়া শুরু হলে থানা থেকে এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলার শিকার তাসলিমার বাবা সবুজ মিয়া দুপুরে ধোবাউড়া থানায় আসেন। এরপর উর্ধতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে শিক্ষক জোবেদ আলীকে আসামি করে মামলা দায়ের করেন। তাসলিমার বাবা সবুজ মিয়া জানান, তাকে অনর্থক মারধর করা হয়েছে। ধোবাউড়া থানার ওসি শওকত আলম জানান, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। হামলাকারী শিক্ষক জোবেদ তালুকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজে কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। কলসিন্দুর স্কুল থেকে হুমকিদাতা শিক্ষক সাসপেন্ড ॥ কলসিন্দুরের ফুটবলার মেয়েদের ‘জুতাপেটা’ করার হুমকিদাতা এবং মেয়েদের অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণকারী কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক জোবেদ তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলেজের অধ্যক্ষের সঙ্গে ম্যানেজিং কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন অধ্যক্ষ জালাল উদ্দিন।
×