ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৪৪, ৯ সেপ্টেম্বর ২০১৬

ঝলক

রক্তনদী! সুমেরু অঞ্চলের নরলিস্ক নিকেল শিল্প এলাকার কাছে একটি নদীর পানি পুরোপুরি লাল রঙে রঞ্জিত হয়ে পড়েছে। মনে হচ্ছে, নদীতে যেন রক্ত বয়ে চলেছে। এতে উদ্বেগও তৈরি হয়েছে। রুশ পরিবেশবিদরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। রুশ গণমাধ্যমে ‘দালদিকান’ নদীর নাটকীয় ছবি ব্যাপক আকারে প্রচার করা হয়েছে। দেশটির সরকারী দৈনিক পত্রিকা রসিসকায়া গেজেট বলছে, কপার-নিকেলবাহী বর্জ্যরে দীর্ঘ পাইপলাইনে একটি ফাটলের কারণে এমনটি হতে পারে। নিকেল ও প্লাডিয়ামের সবচেয়ে বড় উৎপাদক নরলিস্ক নিকেল। এটির বিশাল চুল্লিগুলো সাইবেরিয়ার ক্রাসনোয়ার্স্ক এলাকার তাইমির উপদ্বীপে স্থাপিত। দালদিকান নদীর কাছেই রয়েছে খনি গ্রুপটির একটি উৎপাদন স্থাপনা। তবে কোম্পানির কর্মকর্তারা বলছেন, প্ল্যান্টটি থেকে কোন প্রকার নদীদূষণের বিষয়ে তারা অবগত নন। ধনকুবের অলিগার্স ভøাদিমির পোতানিন নরলিস্ক নিকেলের প্রেসিডেন্ট। উপহার খুলতে ৯ বছর মিশিগানের সাবেক দম্পতি। তারা একটি বিয়ের উপহার পেয়েছিলেন, যাতে তাদের উদ্দেশে লেখা ছিল- খোলা যাবে না, ঠিক ততদিন যতদিন না ‘প্রথম মতানৈক্য’ দেখা দেয়। তারা জানান, নয়টি বছর পেরিয়ে যায়, অবশেষে তারা উপহারটি খুলে দেখেন। ‘লাভ হোয়াট ম্যাটার্স’ ফেসবুক গ্রুপে ক্যাথি গান বলেন, তিনি ও তার স্বামী ব্রান্ডন বিয়েতে তার মায়ের ফুফু এ্যালিসনের কাছ থেকে এই উপহার পান। গান লেখেন, ‘আমাদের নয় বছরের দাম্পত্য জীবনে বস্তুত অনেক বিষয়ে মতানৈক্য, ঝগাড়াঝাটি হয়েছে। এমনকি আমরা দুজনেই দুজনার থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলাম... কিন্তু আমরা কখনও উপহার বাক্সটি খুলিনি।’ ক্যাথি গান বলেন, ঝগড়াঝাটি হওয়া সত্ত্বেও তিনি ও তার স্বামী উপহার বাক্সটি খোলা থেকে বিরত ছিলেন কারণ, তাদের আশঙ্কা ছিল- তাদের মাঝে একদিন বেদনাদায়ক মতানৈক্য দেখা দিতে পারে এবং উপহার বাক্সের বিস্ময়কর বস্তুর প্রয়োজন হতে পারে। অবশেষে নয় বছর পর উপহার বাক্সটি খুলে দেখা গেল, তাতে রয়েছে মদের গ্লাস এবং ব্রান্ডন ও ক্যাথির জন্য ব্যক্তিগত কিছু নোট। ব্রান্ডনের নোটের সঙ্গে ছিল টাকা এবং তাকে ফুল ও মদের বোতল কিনতে বলা হয়। আর ক্যাথির নোটের সঙ্গেও ছিল টাকা এবং তাকে পিজা, চিংড়ি অথবা যা সে পছন্দ করে কিনতে বলা হয়।
×