ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়েতে শ্রমবাজার বন্ধ নয়, শর্তারোপ করা হয়েছে ॥ বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত: ০৮:৫২, ৮ সেপ্টেম্বর ২০১৬

কুয়েতে শ্রমবাজার বন্ধ নয়, শর্তারোপ করা হয়েছে ॥ বাংলাদেশ দূতাবাস

বাংলানিউজ ॥ কুয়েতের শ্রমবাজার আবারও বাংলাদেশীদের জন্য বন্ধ হয়েছে এমন খবর সত্য নয় দাবি করেছেন সেখানকার বাংলাদেশ দূতাবাস। তাদের দাবি, বন্ধ নয়, গৃহকর্মী খাতে নতুন করে শর্ত জুড়ে দিয়েছে দেশটি। বুধবার কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কুয়েত আবারও বাংলাদেশী শ্রমিক নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির নাগরিকত্ব ও পাসপোর্ট বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ মাজেন আল জারাহকে উদ্ধৃত করে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে কুয়েতে বাংলাদেশীদের সংখ্যা বেড়ে দুই লাখ ছোঁয়ায় আর কোন বাংলাদেশীকে নিতে চায় না দেশটি। এ বিষয়ে জানতে চাইলে, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, বিষয়টি গণমাধ্যম মারফত জেনেছি। কুয়েত বা সেখানকার বাংলাদেশ দূতাবাস আমাদের এখনও কিছু জানায়নি। পরে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান বলেন, বাংলাদেশী শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপের খবরটি সঠিক নয়।
×